অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বৃষ্টি থামার নাম নেই। আবারও বঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা।  গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। তবে এবার বেশি প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির চলবে  দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতার আকাশে ঘনিয়ে এসেছে দুর্যোগের মেঘ। শুক্রবার দিনভর ভিজতে পারে শহর ও শহরতলি।

শুক্রবার  দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় হতে পারে ভারী বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। বইবে তুমুল ঝোড়ো হাওয়া । আবহাওয়া দফতর ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জারি করেছে সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  শনিবার এবং রবিবার তিন দিন বিক্ষিপ্তভাবে  ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।

অন্যদিকে দুর্যোগ শঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গেও। রবিবার পর্যন্ত বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও জলপাইগুড়িতেও। সোমবার থেকে এই সব এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির ফলে  বিপদসীমার উপর দিয়ে বইতে পারে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জল।  জলস্তর বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অতিবৃষ্টির ফলে দার্জিলিং কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামারও আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, তিস্তা ও তার শাখানদীর ওপর গত কয়েক দশকে একাধিক বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। কৃত্রিমভাবে জলের ধারা আটকে দেওয়ার ফলে তার চাপ বাড়ছে!সেইসঙ্গে বাড়ছে বিপদের আশঙ্কাও ।                   

এক নজরে দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতা ও শহরতলির আবহাওয়া।        

 

আবহাওয়ার পূর্বাভাস - কলকাতার জন্য

 

উত্তরবঙ্গে টানা দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই সময় বহু মানুষের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, এ রাজ্য়ের পাহাড়ি এলাকাতেও কি কখনও এরকম বিপদ নেমে আসতে পারে? দার্জিলিং ও কালিম্পঙের মতো এলাকাতেও কি ঝুঁকি রয়েছে? আশঙ্কাটা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরাও। তাঁদের মতে, ভয়ের সবচেয়ে বড় কারণ হল পাহাড়ের গায়ে যত্রতত্র অপরিকল্পিতভাবে বেআইনি নির্মাণ।