চেন্নাই: প্রায় সপ্তাহ তিনেকের ছুটি কাটিয়ে ফের মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। এ বার তাদের লড়াই চেন্নাইয়ে। যেখাকার দল চেন্নাইন এফসি-রও অনেকটা তাদের মতোই অবস্থা। যদিও পয়েন্টের বিচারে অবশ্য এগিয়ে দক্ষিণ ভারতীয় দলটিই। প্রথম তিন ম্যাচের টানা হারের পর টানা দুটি ম্যাচে জিততে না জিততেই শেষ ম্যাচে আবার হারতে হয়েছে তাদের। ইস্টবেঙ্গল তাদের চেয়ে একটি কম ম্যাচ খেলেছে। কিন্তু গত তিন ম্যাচে হারের হ্যাটট্রিক করেছে কলকাতার দল।



কখনও গোল করে এগিয়ে গিয়েও হেরেছে, কখনও জঘন্যভাবে পরপর দুবার পেনাল্টির সুযোগ হাতছাড়া করে হেরেছে। ছুটির মধ্যে ভুলভ্রান্তি শুধরে নিয়ে নিজেদের যদি একটুও উন্নত করে তুলতে পারে লাল-হলুদ শিবিরের ফুটবলাররা, তা হলে শনিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হয়তো জয়ে ফিরতে পারে। চেন্নাইন এ মরশুমে এ পর্যন্ত তিনটি হোম ম্যাচ খেলেছে। তার মধ্যে একটিতে ৫-০ গোলে জিতেছে, পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। অন্য দুই ম্যাচে মোহনবাগান এসজি ও এফসি গোয়ার কাছে হেরেছে।

ঘরের মাঠে তাদের হারানো যে কঠিন, এ কথা বলা যায় না। তবে এই ছুটিতে দলকে কী ভাবে ঘষামাজা করেছেন তাদের স্কটিশ কোচ আওয়েন কোইল, সেটাই দেখার। এই ক’দিনে যদি নিজেদের ধারালো করে তোলে চেন্নাইন, তা হলে এই ম্যাচে তার প্রতিফলন অবশ্যই ঘটা উচিত। একই কথা অবশ্য ইস্টবেঙ্গল সম্পর্কেও বলা যায়। লিগ টেবলে ইস্টবেঙ্গল রয়েছে দশে এবং চেন্নাইন ছ’পয়েন্ট


সাম্প্রতিক পারফরম্যান্স

চেন্নাইন এফসি: টানা তিন হার দিয়ে এ বারের আইএসএল শুরু করে চেন্নাইন। প্রথমে ওডিশা এফসি-র কাছে দু’গোলে হারে তারা। পরে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র কাছে তিন গোলে হার। অর্থাৎ প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল খেয়ে বসে দু’বারের আইএসএল চ্যাম্পিয়নরা। এই দুটিই ছিল অ্যাওয়ে ম্যাচ। সমর্থকেরা ভেবেছিলেন শুরুতেই বাইরের মাঠে খেলতে হচ্ছে বলে হয়তো দলটা ঠিকমতো সাফল্য পাচ্ছে না। ঘরের মাঠে নামলে বোধহয় ঠিক হয়ে যাবে। কিন্তু মোহনবাগান এসজি চেন্নাইয়ে এসে ফের হারিয়ে দিয়ে যায় চেন্নাইনকে। তাও ৩-১-এ। শেষ পর্যন্ত চেন্নাইন জয়ে ফেরে বাইরের ম্যাচেই। হায়দরাবাদ এফসি-কে ১-০-য় হারিয়ে এবং ঘরের মাঠেও তারা প্রথম জয় পায় পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে, ৫-১-এ। কিন্তু গত ম্যাচে আবার হারের মুখ দেখতে হয়, এটাও ঘরের মাঠে, যেখানে এফসি গোয়া তাদের ৩-০-য় হারিয়ে দিয়ে চলে যায়। সব মিলিয়ে দু’টি ম্যাচে জিতে ছ’পয়েন্ট পেয়ে তারা এখন লিগ তালিকার সাত নম্বরে।

ইস্টবেঙ্গল এফসি: গত তিন মরশুম ধরে টানা একতরফা ব্যর্থতার পর এ বছরও আইএসএলের শুরুটা সে রকম ভাল করতে পারেনি ইস্টবেঙ্গল। জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ক্লেটন সিলভা ফর্মে ফেরেন। দলও জয়ে ফেরে। ব্রাজিলীয় তারকার জোড়া গোলে চলতি লিগের প্রথম জয় পায় তারা। বেঙ্গালুরুতে ফের ছন্দপতন হয় তাদের। ২-১-এ তাদের হারিয়ে লিগের প্রথম জয় পায় সুনীল ছেত্রীর দল। হারার মতো না খেলেও হাভিয়ে হার্নান্ডেজের এক অনবদ্য বাইসাইকেল কিকের গোলে হার স্বীকার করতে হয় তাদের। এফসি গোয়ার বিরুদ্ধে ৭৩ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরে দু’মিনিটের মধ্যে পরপর দু’টি গোল খেয়ে ১-২-এ হেরে মাঠ ছাড়তে হয় লাল-হলুদ বাহিনীকে। এ মাসের প্রথম সপ্তাহে শেষ ম্যাচে এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করেন ক্লেটন সিলভা। যদিও তিনি স্টপেজ টাইমের একেবারে শেষ দিকে ফের পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে একটি গোল শোধ করেন, কিন্তু ততক্ষণে আরও এক গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে লিগ টেবলে দশ নম্বরে তারা। নিয়ে আছে সাতে। সুতরাং, শনিবার সন্ধ্যার এই ম্যাচে জয়ে ফেরার তাগিদ ইস্টবেঙ্গলেরই বেশি। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া ইস্টবেঙ্গল যদি এই ম্যাচেও জিততে না পারে, তা হলে তাদের লিগ টেবলে আরও তলায় চলে যেতে হবে। তাই শনিবারের বিকেলের ম্যাচটি লাল-হলুদ শিবিরের কাছে খুবই গুরুত্বপূর্ণ।


ম্যাচ- চেন্নাইন এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি
ভেনু- জওহরলাল নেহরু স্টেডিয়াম, চেন্নাই
সময়- ২৫ নভেম্বর, ২০২৩, বিকেল ৫.৩০
সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং টিভি: ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমা- বাংলা, স্পোর্টস ১৮ খেল- হিন্দি, স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি- ইংলিশ, ভিএইচ ১ এসডি ও এইচডি- ইংলিশ, সূর্য মুভিজ- মালয়ালাম
স্ট্রিমিং: জিও সিনেমা ও ওয়ানফুটবল