অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বৃষ্টি কমার লক্ষণই নেই। সঙ্গে দোসর আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ওড়িশার পুরীর ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগরে। অন্যদিকে, পুবালি হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বাড়বে অস্বস্তি।
আজ ও কাল মূলত উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে, আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের উপকুলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলির সংলগ্ন জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও মেদিনীপুর জেলাতে সম্ভাবনা বেশি। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
কলকাতায় দিনভর আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বেলা যত বাড়বে অস্বস্তি বাড়বে। মূলত পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।