সঞ্চয়ন মিত্র, কলকাতা: গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ রাতের মধ্যেই তা পরিণত হতে পারে ঘূর্ণিঝড় মোকায়। আগামী রবিবার বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের চকপিউর মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে। এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী ২ দিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। বুধবার বিকেল পর্যন্ত এর অবস্থান ছিল, পশ্চিম-দক্ষিণ পোর্ট ব্লেয়ার থেকে ৫৪০ কিলোমিটার, বাংলাদেশের কক্সবাজার থেকে ১৪৬০ কিলোমিটার এবং মায়ানমার থেকে ১৩৫০ কিলোমিটার দূরে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার রাতেই অতি গভীর নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মোকা। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোবে ঘূর্ণিঝড়। শুক্রবার উত্তর-উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে। শনিবার সামান্য দুর্বল হবে মোকা। রবিবার বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের চকপিউর মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে।
পূর্বাভাসে এও বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। সর্বোচ্চ বেগ হতে পারে ১৩০ কিলোমিটার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মোকার প্রভাবে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সাগরের দিকে ছুটছে। রাজ্যে সেই শূন্যস্থান পূরণ করতে আসছে উত্তর-পশ্চিমের গরম বাতাস। এর প্রভাবে আগামী ২ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়।
আরও পড়ুন, ঘূর্ণিঝড়ের মধ্যেই সৌরঝড়ের প্রভাব! বন্ধ হতে পারে ফোন, বিমান পরিষেবা, বড় আশঙ্কা
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল, আলিপুর ও সল্টলেকে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বীরভূমের সিউড়িতে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ৪৩.৩ ডিগ্রি, পুরুলিয়া ৪২.৭, আসানসোল ৪২.৩, শ্রীনিকেতন ৪২.১, মালদা ৪১.৮, বর্ধমান ৪১.৬, কলাইকুণ্ডা, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম ও মগরায় ৪১ ডিগ্রি, বাগডোগরা ৪০.৮, বহরমপুর ৪০.২, বালুরঘাট ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।