সঞ্চয়ন মিত্র, কলকাতা: নতুন করে ফের নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে (Bay of Bengal)। ফলে সপ্তাহান্তে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। আজও মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পশ্চিমের চার-পাঁচটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।                                                                       


কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা? 


তবে দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের চার থেকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাতেও আজ মূলত মেঘলা আকাশ থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।                                 


আরও পড়ুন, কোন নিয়মে রাখি বাঁধলে দূর হবে সব সঙ্কট? রইল সেই নিয়ম


পূর্বাভাসে আর কী বলা হয়েছে? 


দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ফের বৃষ্টি বাড়বে শনিবার থেকে। নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে শনিবার বঙ্গোপসাগরে। মূলত উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ঘনীভূত হয়ে শক্তিশালী হবে পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার নাগাদ। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হবে।                 


নিম্নচাপ পূর্ব মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও দেখা দিয়েছে নতুন বিপত্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের উপকূল অঞ্চলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দিঘা, দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরের কাছে সমুদ্রবাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। বুধবার সেচমন্ত্রী পার্থ ভৌমিক, কারামন্ত্রী ও স্থানীয় বিধায়ক অখিল গিরি,  জেলাশাসক ও প্রশাসনিক আধিকরিকদের নিয়ে বৈঠক করেন। কীভাবে সমুদ্র তীরবর্তী এলাকায় ভাঙন রোধ করা যায়, তা নিয়ে আলোচনা হয়।