সঞ্চয়ন মিত্র, কলকাতা: ষষ্ঠীর (Sasthi) পর সপ্তমীতেও (Saptami) অসুর বৃষ্টি (Rain)। সকাল থেকে কলকাতায় (Kolkata) বৃষ্টি শুরু হয়েছে। আগামী ২ ঘণ্টা কলকাতা ছাড়াও হাওড়া (Howrah) , দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া, এই ৬ জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস।                   


উত্তর-পূর্ব এবং তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা ছিলই। মহাষষ্ঠী অর্থাৎ ১ অক্টোবরে এই নিম্নচাপ তৈরি হওয়ার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। পরবর্তী ২৪ ঘণ্টায় ওই নিম্নচাপই আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা। সপ্তমীর মধ্যে তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।                                                                   


যার জেরে পুজোয় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠী থেকে দশমী, পুজো জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে। সপ্তমী, অষ্টমী’তে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।                               


আরও পড়ুন, চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো বেলুড় মঠে


নবমী, দশমীতে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অষ্টমীর দিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। নবমী থেকে বৃষ্টি কমলেও তা পুরোপুরি বন্ধ হবে না। নবমী ও দশমীও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। সেই কারণেই এবার দক্ষিণবঙ্গ পুজোয় ভাসতে পারে বৃষ্টিতে।