অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। আজ রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। গরম চরমে উঠতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কালও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও পারদ ৪০ ডিগ্রি পেরোতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কাল তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকবে।


তবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এলাকায়। ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে পড়বে। আসাম এবং রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। অক্ষরেখা রয়েছে রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে পাঞ্জাব প্রদেশ পর্যন্ত। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা। বুধবারের পর দক্ষিণবঙ্গে ও আবহাওয়ার পরিবর্তন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।


দক্ষিণবঙ্গে আজ তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে পাঁচ জেলায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। কাল রবিবারেও তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলার তাপমান। 


কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস মতো রীতিমতো 'হট ডে' পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। গরম অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতেও। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।


আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবারেও তাপপ্রবাহের পরিস্থিতি ৫ জেলায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।


তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতি এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। উত্তরবঙ্গে আ জশনিবার বৃষ্টি হবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। একইভাবে রবিবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। 


ভোরবেলায় ও সন্ধ্যেতে মনোরম আবহাওয়া কার্যত উধাও। ধীরে ধীরে দিনে উষ্ণতা বাড়বে; রাতেও গরম এবং অস্বস্তি। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উইকেন্ডে দাবদাহের মত পরিস্থিতি। আগামী সপ্তাহের বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতি শুক্রবার নাগাদ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে