ভুবনেশ্বর: পুরীতে গিয়ে যদি সমুদ্র সৈকতেই না বসা যায় তাহলে আর কী! অথচ এবার সেই সৈকতেই যেন বিভীষিকা! সমুদ্রের জলে স্নান করতে নেমে চক্ষুচড়কগাছ পর্যটকদের। এবার সেই কারণেই পর্যটক এবং সমুদ্রপ্রেমীরা শুক্রবার পুরী সমুদ্র সৈকত পরিষ্কার করার এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



দোলের দিন বেশিরভাগ পর্যটকই দাবি করেছেন, স্নান করতে নামবেন কী? মৃত জেলিফিশ সমুদ্রে ভাসছে এবং স্নানের সময় সেগুলিই বারবার গায়ে লাগছে আর চুলকানির মতো সমস্যা বেড়ে চলেছে। এমনকী বেশিরভাগই অভিযোগ করেছেন যে, পুরীর সমুদ্রে পারের কাছে মৃত জেলিফিশ ভাসছে, যা স্নানের সময় শরীরের সংস্পর্শে আসছে। 


এক পর্যটকের কথায়, "স্নান করার সময় আমি আমার শরীরে কিছুটা আঠালো পদার্থ অনুভব করি। আঠালো পদার্থটি জেলির মতো, ঘন এবং স্বচ্ছ ছিল। পরে, আমি আমার ত্বকে চুলকানি অনুভূতি অনুভব করি। এটি জেলিফিশের কারণে হতে পারে।" 


এমনকী উপকূলের কাছে হাজার হাজার জেলিফিশ ভাসতে দেখা গেছে, যা স্থানীয় কর্তৃপক্ষ এবং সৈকত ভ্রমণকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। জেলা হাসপাতাল জানিয়েছে যে জেলিফিশ-জনিত আঘাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই সামুদ্রিক প্রাণীর সংস্পর্শে আসার পর রোগীরা তীব্র ব্যথা, চুলকানি এবং অস্বস্তি অনুভব করছেন।


হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়া ছত্তিশগড়ের একজন পর্যটক কৌশলেন্দ্র শুক্লা বলেন, 'সাঁতার কাটার সময় আমি আমার পায়ে তরল পদার্থ অনুভব করেছি, যা পরে জেলিফিশ বলে জানতে পারি। ব্যথা অসহনীয় ছিল।'


পুরী জেলার রোগ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ডাঃ নারায়ণ প্রসাদ নন্দ সংবাদসংস্থা পিটিআইকে বলেন, গত এক মাসে সমুদ্র স্নানের পর প্রায় ৫০ জন মানুষ চুলকানির অভিযোগ করেছেন। লাইফগার্ড এবং স্থানীয় জেলেরা নিশ্চিত করেছেন যে আঠালো পদার্থটি মৃত জেলিফিশ ছাড়া আর কিছুই নয়।


পুরী উপকূলে জেলিফিশের আক্রমণ সম্পর্কে কেউ নিশ্চিত না হলেও, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিবেক কুমার জানান, গ্রীষ্মকালে বাতাসের কারণে জেলিফিশগুলি ভেসে যেতে পারে। তিনি বলেন, "জেলিফিশগুলি বেশিরভাগই উপকূল থেকে দূরে এবং গভীর সমুদ্র অঞ্চলে দেখা যায়।"


বন বিভাগের আরেক অফিসারের কথায়, "গত বছরের এপ্রিলেও এই ধরনের ঘটনা ঘটেছিল। এই সময়কালে, বেশিরভাগ জেলিফিশই তীরে আসে।"  তিনি উল্লেখ করেন যে, ২০২২ সালের জুন এবং ২০২১ সালের মে মাসে ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগেো একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে