ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: মহালয়া থেকেই দোসর হতে চলেছে বৃষ্টি। এরপর মাঝে ২দিন আবহাওয়া মোটামুটি শুকনো থাকলেও, গোটা পুজো নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে বলে আশঙ্কা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ষষ্ঠী থেকে দশমী, পুজোর প্রত্যেকটা দিনই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে, পুজোয় দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। 

মহালয়ার দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে ২৭ সেপ্টেম্বর পঞ্চমী থেকে ২৯ সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ সেপ্টেম্বর অর্থাৎ অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। 

নবমী ও দশমীতে হতে পারে ভারী বৃষ্টি। পুজোর মুখেই নিম্নচাপ! পুজোর মাঝেও ঘূর্ণাবর্ত শক্তিশালী হতে পারে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ।  ৩০ সেপ্টেম্বর ফের ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির আশংকা থাকবে। এর ফলে চতুর্থী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পুজোয়। নবমীর রাত থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।  সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে থাকবে। 

অতি ভারী বৃষ্টির‌ কমলা সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতে।                                                             

আজ আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি। আর্দ্রতাজনিত অস্বস্তি ও ফিল লাইক টেম্পারেচার বেশি মনে হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। মহালয়ার দিন সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।