দুবাই: অপেক্ষা ছিল, তবে এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় একাদশে সুযোগই পাচ্ছিলেন না অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। ওমানের বিরুদ্ধে (IND vs OMN) কাঙ্খিত সুযোগ পেয়েই ইতিহাসও গড়ে ফেললেন ভারতের বাঁ-হাতি ফাস্টো বোলার। ভারতীয় হিসাবে অনন্য কৃতিত্বের মালিক এখন অর্শদীপ। 

ওমানের বিরুদ্ধে চার ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে একটিমাত্র উইকেটই পান অর্শদীপ। এই উইকেটটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে তাঁর শততম উইকেট। যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল থেকে হার্দিক পাণ্ড্য, আর কোনও ভারতীয় বোলারই আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতাধিক উইকেট নেননি। এই ঐতিহাসিক মাইলফলক সর্বপ্রথম পার করলেন অর্শদীপ। ১০০টি টি-টোয়েন্টি উইকেট নিতে মোট ৬৪টি ম্যাচ খেললেন অর্শদীপ। ম্যাচের নিরিখে দুই স্পিনার রশিদ খান (৫৬ ম্যাচ) এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাই (৬৩) অর্শদীপের থেকে দ্রুত এই গণ্ডি পার করেছেন। 

 

 

ভারতীয় দল এই ম্য়াচে দুই বদল ঘটায়। যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তীর বদলে দলে অর্শদীপ সিংহ ও হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়। উভয় বোলারই একটি করে উইকেট নেন। দুই বোলারেরই প্রশংসা করেন সূর্য। 'ম্যাচ না খেলে মাঠের বাইরে বসে থাকাটা বেশ কঠিন। ওদের প্রশংসা করতেই হবে।' বলেন ভারতীয় অধিনায়ক। ব্যাট হাতে রান না পেলেও বোলিং এবং ফিল্ডিংয়ে নজরকাড়া হার্দিক পাণ্ড্যকেও প্রশংসায় ভরান সূর্যকুমার যাদব।

ম্যাচের দুই অর্ধেই সমানে সমানে লড়াই করে ওমান দল। বল হাতে নিয়মিত ব্যবধানে উইকেট তুললেন শাহ ফইজলরা। যে কারণে প্রথমে ব্যাট করে ভারত ১৮৮/৮ স্কোরের বেশি তুলতে পারেনি। ব্যাটেও আমির কালিম ও হামাদ মির্জার অর্ধশতরানের ইনিংসে ম্যাচে অনেকটা সময়ই জয়ের দৌড়ে টিকে ছিল ওমান। তবে শেষমেশ এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক করতে সমস্যা হল না টিম ইন্ডিয়ার। ২১ রানে জয় পেল ভারতীয় দল।

এরপর টিম ইন্ডিয়া আগামীকাল নিজেদের চরিপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হবে। যশপ্রীত বুমরা নিঃসন্দেহেই সেই ম্যাচে একাদশে ফিরবেন। তা সত্ত্বেও অর্শদীপ নিজের জায়গা বহাল রাখতে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।