অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বসন্তেও উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ। আজ ও কাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে, ২২ ডিগ্রির কাছে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৪ ডিগ্রিতে।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ। ক্রমশ তাপমাত্রা বাড়বে। মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘণ্টায় দিনে আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে। আগামী সপ্তাহের শুরুতে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ এবং ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
উত্তরবঙ্গে আজ শুক্রবার বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার সঙ্গে হালকা বৃষ্টি উত্তর দিনাজপুর ও কোচবিহারে ও বিক্ষিপ্তভাবে হবার সম্ভাবনা। পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। দার্জিলিঙ ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা তুষারপাত। সিকিমে তুষারপাতের প্রভাব দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। আজ শুক্রবার তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে।
আরও পড়ুন, ৩ দিন বন্ধ থাকবে এই রুটের বাস, TMC নেতার দাদাগিরির প্রতিবাদে রাস্তায় নামবে না ৬৩টি বাস
কলকাতা আগামী দু'দিন আরও বাড়বে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা। বেলার দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পৌঁছতে পারে।
বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে রাজধানী দিল্লিতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি আসাম রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, সিকিম, কেরালা, মাহে, তামিলনাডু, পন্ডিচেরি, করাইকাল, অরুণাচল প্রদেশ এবং লাক্ষাদ্বীপে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে