Rare Celestial Event: আজ শুক্রবার ২৮ ফেব্রুয়ারি মহাকুম্ভের শেষ দিনে এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। এক সরলরেখায় দেখা যাবে সৌরজগতের সাত গ্রহকে। যেন একটি গ্রহের মিছিল। বিজ্ঞানীদের পরিভাষায় একেই বলা হয়েছে 'প্ল্যানেটরি প্যারেড' (Planetary Parade 2025)। এদিন রাতের আকাশে এক সরলরেখায় সবকটি গ্রহকে দেখা যাবে। পৃথিবী থেকেই এই ঘটনা দেখা যাবে বলেই জানিয়েছে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA)। এমনকী এই বিরল দৃশ্য আজ না দেখতে পেলে আবার দেখা যাবে ২০৪০ সালে অর্থাৎ প্রায় ১২ বছরেরও বেশি সময় পরে।

২৮ ফেব্রুয়ারি সন্ধেবেলায় একই সময়ে সৌরজগতের সমস্ত গ্রহ দৃশ্যমান হবে এবং পরপর একই সরলরেখায় বিরাজ করবে সকল গ্রহ। শনি, বুধ, নেপচুন, শুক্র, ইউরেনাস, বৃহস্পতি, মঙ্গল এক রেখায় মিছিলের মত অবস্থান করবে রাতের আকাশে। আর এই দৃশ্য অদ্ভুত সুন্দর, মহাজাগতিক সৌন্দর্যের নিদর্শন হতে চলেছে। এর আগে ২১ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি (Planetary Parade 2025) এক সরলরেখায় এসে জুড়েছিল ৬টি গ্রহ, আর আজ ২৮ ফেব্রুয়ারি সেই মিছিলে যোগ দেবে বুধ গ্রহও। আর এই দৃশ্য হবে ক্ষণিকের, আবার দেখার সম্ভাবনা রয়েছে আগামী ২০৪০ সালে।

মার্কিনি লোয়েল অবজারভেটরির ডিরেক্টর অফ সায়েন্স জেরার্ড ভ্যান বেল স্পেস ডট কমকে জানিয়েছেন যে এই অবস্থানে সমস্ত গ্রহ সূর্যের (Planetary Parade 2025) সামনে একই মিছিলে থাকে। আর এই ঘটনার সময় রাতের আকাশে আমরা একসঙ্গে অনেক গ্রহকে দেখতে পাই। গুগলে গিয়ে এই গ্রহের দৃশ্য দেখাই যায়, কিন্তু নিজের চোখে দেখা একটা আলাদা অভিজ্ঞতা। নাসা জানাচ্ছে আজ এই বিরল দৃশ্য খালি চোখেই দেখতে পাওয়া সম্ভব। তবে ইউরেনাস এবং নেপচুনের অবস্থান বুঝতে হলে টেলিস্কোপের সাহায্য লাগবে, তবে বাকি গ্রহগুলি খালি চোখেই দেখা যাবে। আজ সন্ধেবেলায় দেখা যাবে এই বিরল দৃশ্য, সূর্যাস্তের পর থেকেই দৃশ্যমান হবে বলে জানিয়েছে নাসা।

কোথায় দেখা যাবে এই বিরল দৃশ্য

ভারত থেকেও দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য। তবে একেবারে স্বচ্ছ্ব স্পষ্ট দেখা যাবে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, পুনে, জয়পুর, লক্ষ্ণৌ, নয়ডা, ইন্দোর, কানপুর, গুয়াহাটি, গ্যাংটক, আমেদাবাদ, দেরাদুন থেকে। তবে আবহাওয়া অনুকূল থাকা দরকার এবং দূষণের মাত্রা কম থাকা দরকার।

আরও পড়ুন: SEBI Chairman: নয়া চেয়ারম্যান পাচ্ছে 'সেবি', মাধবী পুরীর পরে দায়িত্ব নেবেন তুহিনকান্ত পাণ্ডে, আগে ছিলেন এই পদে