সঞ্চয়ন মিত্র, কলকাতা: সাগর মেলায় বৃষ্টির পূর্বাভাস। সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম রয়েছে। পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
তাপমাত্রা আরও বেড়ে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি বেশি। মেঘলা আকাশ থাকায় রাতের তাপমাত্রা এরকমই থাকবে আগামী কয়েকদিন। দিনের তাপমাত্রা কমবে।
আজ বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস।
কাল থেকে শুক্রবার পর্যন্ত কলকাতাসহ রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বিক্ষিপ্তভাবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সময়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হবে বলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের চড়তে শুরু করেছে পারদ। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি।
উল্লেখ্য, সারা দেশেই গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। একদিকে, যেখানে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাত চলছে, সেখানে হরিয়ানা ও দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চল সহ সমগ্র উত্তর ভারতে টানা বৃষ্টি হচ্ছে। পাহাড়ে তুষারপাত ও বৃষ্টি উত্তর ভারতে ঠাণ্ডার দাপট বাড়িয়েছে।
মৌসম ভবনের পূর্বাভাস, উত্তর-পশ্চিম ভারতে আগামী চার-পাঁচদিন ঘন কুয়াশা থাকতে পারে। এই রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। কিন্তু এই সময়ে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।