কলকাতা: অবশেষে তাপপ্রবাহ থেকে মুক্তি। দেখা মিলতে পারে বৃষ্টির। এমনই আশা জাগাচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
রবিবার সকালে রোদের তেজ আগের থেকে অনেকটা কম। পারদ নেমেছে কলকাতায় পারদ নেমেছে। আজও চল্লিশের নীচে থাকবে তাপমাত্রা। আজ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সোম থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সোম ও মঙ্গলবার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি হয়েছে। এই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহওয়া দফতর।
৫ মে, রবিবার:
দক্ষিণের দু'একটি জেলা বাদ দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা বৃষ্টি হবে। বৃষ্টিপাতের পরিমাণ ও এলাকার ব্যাপ্তিও বাড়বে। কলকাতাতেও বিক্ষিপ্ত সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থেমে গেলে অস্বস্তি বাড়বে।
৬,৭,৮ মে গোটা রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সতর্কীকরণ দিয়েছে আবহাওয়া দফতর।
বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ৬ মে দু'এক দফা ভারি বৃষ্টি। সব জেলায় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় কালবৈশাখী হতে পারে।
কালবৈশাখী আসার পূর্বাভাস ২-৩ ঘন্টা আগে জানানো হবে আবহাওয়া অফিস থেকে।
৬ এবং ৭ মে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। গোটা রাজ্যে তাপপ্রবাহ শেষ হচ্ছে ৫ মে।
কলকাতা ৬,৭ এবং ৮ মে যথেষ্ট পরিমাণ বৃষ্টি পাবে।
এর মধ্যে সব থেকে বেশি পরিমাণ বৃষ্টি (West Bengal Rain Alert) পাওয়ার সম্ভাবনা ৭ তারিখ। সঙ্গে ৬ এবং ৭ মে কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সতর্কতা।
৬ এবং ৭ মে রাজ্যের উপকূলে এলার্ট। সমুদ্র উত্তাল হবে। ঢেউয়ের উচ্চতা বাড়বে। মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা।
৬ মে কালবৈশাখীর আগাম সতর্কীকরণ মুর্শিদাবাদ, বীরভূমে। কালবৈশাখী পেতে পারে নদিয়া এবং দুই ২৪ পরগনা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ভোটের মুখে কাশ্মীরে জঙ্গি-হামলা! মৃত ১ বায়ুসেনা কর্মী, জখম আরও