নয়াদিল্লি: প্রয়াত প্রখ্যাত সাংবাদিক, কবি ও চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দী। ৭৩ বছর বয়সে বুধবার মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়ান সাংবাদিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে কুশন নন্দী। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দীর্ঘদিনের বন্ধু অভিনেতা অনুপম খের। 


১৯৫১ সালে বিহারের ভাগলপুর জেলায় জন্ম প্রীতিশ নন্দী। দীর্ঘ কর্মজীবনে চিত্রশিল্পী, সাংবাদিক, সাংসদ, চলচ্চিত্র নির্মাতা হিসেবে সাফল্য অর্জন করেছেন। ১৯৯৩ সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রীতিশ নন্দী কমিউনিকেশন। শেষদিন পর্যন্ত নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং ক্রিয়েটিভ মেন্টর ছিলেন। বহু বছর টিভি শো-তে প্রডিউসার ছিলেন তিনি। এরপর ২০০১ সালে কুছ খাট্টি কুছ মিঠি ছবি প্রযোজনা করেন। চামেলি, কাঁটা, রাত গ্যায়ি বাত গ্যায়ি এবং শাদি কে সাইড এফেক্ট মতো ছবির প্রযোজক ছিলেন তিনি। সাংবাদিক হিসেবেও সুখ্যাতি রয়েছে তাঁর। একাধিক সংবাদমাধ্যমে কাজ করেছেন। তবে ম্য়াগানিজ এডিটর হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়ে দেশজুড়ে। ১৯৯৮ সালে রাজ্যসভায় শিবসেনার সাংসদ হিসেবে নির্বাচিত হন।                                                                         


তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। শোকপ্রকাশ করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু অনুপম খের। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি দুটো ছবিও পোস্ট করেছেন। লিখেছেন, "আমার সবচেয়ে প্রিয় এবং ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন প্রীতিশ নন্দী। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। অসাধারণ কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং একজন সাহসী এবং অনন্য সম্পাদক/সাংবাদিক। মুম্বইয়ে কেরিয়ার শুরুর প্রথম দিকে তিনি আমার পাশে ছিলেন। তিনি ছিলেন আমার শক্তির উৎস। আমাদের মধ্যে অনেক মিল ছিল। আমার দেখা নির্ভীক মানুষদের মধ্যে তিনিও একজন ছিলেন। আমি ওঁর থেকে অনেক কিছু শিখছি। 


 





আরও পড়ুন: Tirupati Temple: অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ৬ ! আহত বহু..