সঞ্চয়ন মিত্র, কলকাতা : একদিকে বইবে লু , আরেক দিকে প্যাচপ্যাচে গরমে বাড়বে অস্বস্তি। এরই মধ্যে কি কোনও স্বস্তির খবর দিতে পারল আবহাওয়া দফতর? জুনের শুরুতেই তীব্র হবে দহনজ্বালা । এমনটা পূর্বাভাস ছিলই। সেই মতোই চলছে মাসের শুরুটা। কোনও কোনও সময় সূর্যের তেজ কমলেও,গরম কমছে না লেশমাত্র। 

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আরও পাঁচ দিন তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। এমনই তীব্র গরমে কষ্ট পেতে হবে রাজ্যবাসীকে । শুধু বঙ্গই নয়, পার্শ্ববর্তী বিহারেও চরম তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। ঝাড়খন্ড, সিকিম ও বাংলায় সতর্কতা রয়েছে তাপপ্রবাহের । উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বাড়বে গরম।

তাপপ্রবাহের সর্তকতা

শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে ৩ জেলায় তাপপ্রবাহ চলবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের । তাপপ্রবাহের সর্তকতা দক্ষিণবঙ্গের ১১ জেলাতেও। দক্ষিণবঙ্গে একদিকে লু বইবে অন্যদিকে থাকবে প্যাচপ্যাচে ঘামের অস্বস্তি। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের কষ্ট হবে তীব্র।

কলকাতায় স্বস্তি মিলবে ?

কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে, পশ্চিমের জেলাগুলিতে কিছুটা শুষ্ক আবহাওয়ার সতর্কতা। তৈরি হতে পারে লু-এর পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। তাই শুধুমাত্র দিনের বেলা নয়, রাতেও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে।                         

সোমবার কোথায় কোথায় তীব্র তাপদাহ?                          

  • বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলাতে তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে।
  • তাপপ্রবাহের পরিস্থিতি ও চরম অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলায়।
  • মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে। 

 বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি ?             
আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। 

আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা             

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
05-Jun 30.0 38.0
Partly cloudy sky
06-Jun 30.0 39.0
Partly cloudy sky
07-Jun 30.0 40.0
Partly cloudy sky
08-Jun 30.0 40.0
Partly cloudy sky
09-Jun 30.0 40.0
Partly cloudy sky
10-Jun 30.0 39.0
Partly cloudy sky
11-Jun 30.0 39.0
Partly cloudy sky