কলকাতা: রাজ্যজুড়ে মেঘে-রোদে ভালই কেটেছে ইদের দিনটা। এবার তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন ডিগ্রি বাড়তে পারে। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ,বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলাতে সামান্য বৃষ্টি হতে পারে বিকেলের দিকে। কলকাতা সহ বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ শুষ্ক আবহাওয়া। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে।
তাপপ্রবাহ চলছে দেশজুড়ে। পরিস্থিতি মোকাবিলায় কতটা কোমর বেঁধেছে প্রশাসন। এরই মধ্যে দেশের তাপপ্রবাগের পরিস্থিতে সামাল দিতে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী । প্রতিবারই এপ্রিল থেকে বর্ষা আসার আগে অবধি তাপপ্রবাহে বহু মানুষ অসুস্থ হন। সূর্যের তাপে হিট স্ট্রোক, এমনকী মৃত্যুর ঘটনাও ঘটে। এ বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে, তার একটা পূর্বাভাস দেওয়া হয় প্রধানমন্ত্রীকে । মধ্য এবং পশ্চিম ভারতে ইতিমধ্যেই প্রবল গরম শুরু হয়েছে। আগামীতে তা আর কত বাড়তে পারে সেই দিকে প্রশাসন নজর রাখছে। সেই সঙ্গে এই পরিস্থিতিতে মানুষকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, তা দেখবে প্রশাসন। অসুস্থতা আটকাতে বিশেষ ব্যবস্থা নেবে সরকার।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে বাড়বে গরম। আগামী কয়েকদিন দাপট দেখাবে শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে । অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় মোটের উপর আংশিক মেঘলা আকাশ শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ারই আভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিন থেকে বৃষ্টির সম্ভাবনা কম। গরম ও শুষ্ক আবহাওয়া।
সারা দেশের দিকে তাকালে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টির পূর্বাভাস মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় সহ মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে। সৌরাষ্ট্র ও কচ্ছে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে গুজরাতের বিভিন্ন এলাকায়। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, গুজরাত কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন:চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল, হুগলিতে ফের ধোঁওয়া দেখালেন রচনা