সঞ্চয়ন মিত্র, কলকাতা : বঙ্গোপসাগরে ( Bay of Bengal ) তৈরি হওয়া সুষ্পষ্ট নিম্নচাপ ( Depression ) ধীরগতিতে এগিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি এখন ঝাড়খণ্ড ছত্তীসগড় এলাকায় অবস্থান করছে। ছত্তীসগড় থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে বৃষ্টির সতর্কতা তো রয়েইছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যের পূর্ব দিকের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ হলেও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলবে আরও দুদিন। পশ্চিমবঙ্গের ( West Bengal Weather ) উপকূলে ও পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে মঙ্গলবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে । বৃষ্টির চলবে শনিবার পর্যন্ত। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি দু-এক পশলা ভারী ওপরের পাঁচ জেলায়।
কলকাতার আবহাওয়া
মহানগরে আংশিক মেঘলা আকাশ রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.৮ মিলিমিটার।
আরও পড়ুন :