সঞ্চয়ন মিত্র, কলকাতা : মৌসুমী অক্ষরেখার অবস্থানের প্রভাব। তার জেরে উত্তরবঙ্গে ( North Bengal )  সপ্তাহের শুরু থেকেই শুরু ভারী বৃষ্টি ( Heavy Rain ) । মঙ্গলবার থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা ( Orange Alert ) জারি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার পর্যন্ত চলবে এই স্পেল।

আবহাওয়া দফতরের ( Weather Office )  খবর অনুসারে, মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে অম্বিকাপুর, বালেশ্বর, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা ।  এই অক্ষরেখা ক্রমশ উত্তরের দিকে সরবে। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছএ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে অর্থাৎ পার্বত্য পশ্চিমবঙ্গে। দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতরের কমলা সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বেশিরভাগ এলাকায় অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও।

দক্ষিণবঙ্গে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে দিনভর। বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ।  

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ও আবহাওয়া। কী জানাচ্ছে মৌসম ভবন ? 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
20-Aug 28.0 34.0
Thunderstorm with rain
21-Aug 28.0 34.0
Thunderstorm with rain
22-Aug 27.0 33.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
23-Aug 27.0 32.0
Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
24-Aug 26.0 30.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
25-Aug 26.0 30.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
26-Aug 26.0 31.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন :                                      

পুজোয় প্রেক্ষাগৃহে চারটি বড় বাংলা ছবি, কোনটি এগিয়ে আপনার পছন্দের তালিকায়?