সঞ্চয়ন মিত্র, কলকাতা :  শ্রাবণ শেষে ফের দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে ( Bay Of Bengal )  উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ( Cyclone ) । অবস্থান বদল করে মৌসুমী অক্ষরেখা আপাতত বিহারের ভাগলপুর ও মালদার ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। তার জেরে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি হবে।

  

আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। 

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। আজ মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি , আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে।

কলকাতাতেও দুর্যোগ? 

কলকাতায় মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে কমবে বৃষ্টি। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি, যা স্বাভাবিক তাপমাত্রার ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৭ শতাংশ।          

এক নজরে আগামী ৭ দিনে কলকাতার তাপমাত্রা  ( সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
08-Aug 27.0 30.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
09-Aug 27.0 30.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
10-Aug 28.0 31.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
11-Aug 28.0 31.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
12-Aug 28.0 32.0
NA
13-Aug 27.0 31.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
14-Aug 27.0 31.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm



আরও পড়ুন : 

দুর্যোগের বৃষ্টি দার্জিলিংয়ে, ধসের আশঙ্কায় শৈলশহর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন