সঞ্চয়ন মিত্র, কলকাতা : গরমে জ্বলে পুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ। রেহাই নেই দার্জিলিঙেও। ক্রমশ বাড়ছে উত্তাপ। ফ্য়ান চালাতে হচ্ছে। দুপুরে রাস্তায় দেখা মিলছে না পর্যটকদের।  এরই মধ্যে  সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, চলতি সপ্তাহেই ভিজতে পারে উত্তরের পাঁচটি জেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি নামবে সপ্তাহ শেষে ।                  


বুধবার থেকেই বৃষ্টি নামবে দার্জিলিঙে। বিক্ষিপ্ত ভাবে ২-১ টি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। জলপাইগুড়িতে টানা গরমের পর স্বস্তি মিলবে রবিবার নাগাদ। ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পংয়ে শনি-রবি বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার ও কোচবিহারেও মিলবে তাপপ্রবাহ থেকে স্বস্তি । 

শনিবার দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪. ৪ ডিগ্রি সেলসিয়াস । আর রবিবার সকালে সর্বনিম্ন ১৫ দশমিক ৭ ডিগ্রি।  । স্বস্তির খোঁজে ব্যাগ-পত্তর গুছিয়ে অনেকেরই ডেস্টিনেশন এখন দার্জিলিং। পাহাড়ে এখন কার্যত তিল ধারণের জায়গা নেই।  কিন্তু গরমের কারণে দুপুরবেলা বেশ ফাঁকা রাস্তাঘাট। তবে যাঁরা এই সপ্তাহের শেষে দার্জিলিং যাবেন ভাবছেন তাঁদের কিছুটা স্বস্তি মিলতে পারে। 

গরমে জ্বলে পুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি। উত্তরবঙ্গের পার্বত্য দুই-তিন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই এই জেলাগুলিতে ।

তীব্র গরমে পুড়ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। সর্বকালীন রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের ১৭টি জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পেরিয়েছে। চার জেলায় পারদ ছুঁয়েছে ৪২ ডিগ্রি। বাংলা জুড়ে দাবদাহ। এখনই কোনও স্বস্তির খবর দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শুকনো গরম ও লু বইবার আশঙ্কা।  

একনজরে দেখে নিন কেমন থাকবে দার্জিলিঙের আবহাওয়া - 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
17-Apr 15.0 24.0
Partly cloudy sky
18-Apr 15.0 24.0
Partly cloudy sky
19-Apr 14.0 24.0
Partly cloudy sky
20-Apr 14.0 24.0
Partly cloudy sky
21-Apr 14.0 23.0
Partly cloudy sky
22-Apr 14.0 22.0
Partly cloudy sky
23-Apr 14.0 21.0
Partly cloudy sky