সঞ্চয়ন মিত্র, কলকাতা : অসহ্য গরম থেকে অবশেষে মুক্তি। সকাল থেকেই আকাশ মেঘলা। রোদের দাপট নেই। বর্ষার আগমন বার্তা নিয়ে হাজির মেঘেদের চিঠি । সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা।
বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা ঢোকার আগেই মঙ্গলবার রাতে প্রবল ঝড় ও বৃষ্টি হয় কলকাতায়। ফলে কিছুটা স্বস্তি মিলেছে।
কলকাতার আবহাওয়া আজ ও কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১১ জুন। সেদিক থেকে বর্ষা এবার লেট রান করছে। তবে দেরিতে হলেও বর্ষা ঢোকার খবরেই মিলেছে স্বস্তি।
| দিন | সর্বনিম্নতাপমাত্রা | সর্বোচ্চতাপমাত্রা | আবহাওয়া |
|---|---|---|---|
| 13-Jun | 29.0 | 35.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
| 14-Jun | 29.0 | 35.0 | আংশিক মেঘলা আকাশ |
| 15-Jun | 29.0 | 35.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
| 16-Jun | 28.0 | 34.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
| 17-Jun | 28.0 | 32.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
| 18-Jun | 27.0 | 31.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
| 19-Jun | 27.0 | 32.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১১ জুন। সেদিক থেকে বর্ষা এবার লেট রান করছে। অন্যদিকে, আবহাওয়ার পূর্বাভাস, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পঙে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।