সঞ্চয়ন মিত্র, কলকাতা : অসহ্য গরম থেকে অবশেষে মুক্তি। সকাল থেকেই আকাশ মেঘলা। রোদের দাপট নেই। বর্ষার আগমন বার্তা নিয়ে হাজির মেঘেদের চিঠি । সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা।

বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা ঢোকার আগেই মঙ্গলবার রাতে প্রবল ঝড় ও বৃষ্টি হয় কলকাতায়। ফলে কিছুটা স্বস্তি মিলেছে।

কলকাতার আবহাওয়া 
আজ ও কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১১ জুন। সেদিক থেকে বর্ষা এবার লেট রান করছে। তবে দেরিতে হলেও বর্ষা ঢোকার খবরেই মিলেছে স্বস্তি।

দিন সর্বনিম্ন
তাপমাত্রা
সর্বোচ্চ
তাপমাত্রা
আবহাওয়া 
13-Jun 29.0 35.0 আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
14-Jun 29.0 35.0 আংশিক মেঘলা আকাশ
15-Jun 29.0 35.0 আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
16-Jun 28.0 34.0 আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
17-Jun 28.0 32.0 আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
18-Jun 27.0 31.0 আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
19-Jun 27.0 32.0 আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি



আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১১ জুন। সেদিক থেকে বর্ষা এবার লেট রান করছে। অন্যদিকে, আবহাওয়ার পূর্বাভাস, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পঙে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।