কলকাতা: মহালয়ার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত। রেকর্ড বৃষ্টিতে গোটা শহর ভাসছে। বুধবার, তৃতীয়াতেও (Durga Puja 2025) কলকাতার অনেক জায়গা জলমগ্ন। আর এই পরিস্থিতিতে দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Kolkata Weather)।

Continues below advertisement

শুরুতে যদিও আশার কথাই শোনানো হয়েছে। যে নিম্নচাপের (Depression) দরুণ রেকর্ড বৃষ্টিতে (Kolkata Rain) কার্যত বানভাসি শহর, আর ১২ ঘণ্টার মধ্যে সেটি দুর্বল হয়ে পড়বে। ফলে কমবে বৃষ্টি। যা শুনে বিভিন্ন পুজোর উদ্যোক্তা থেকে শুরু করে পুলিশ ও প্রশাসন স্বস্তি পেতে পারে।

তবে আশঙ্কার মেঘ এখনই কাটছে না। কারণ, একটি নয়, এই নিম্নচাপের পিছু পিছু রাজ্যকে ধাক্কা দিতে পারে আরও দুটি নিম্নচাপ। যার প্রথমটি ২৬ সেপ্টেম্বর, চতুর্থীর দিন থেকে প্রভাববিস্তার করবে বলে পূর্বাভাস আবহবিদদের। সেই নিম্নচাপটি তৈরি হলে ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর - অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকালই এটি নিম্নচাপে পরিণত হবে। 

Continues below advertisement

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান হবিবুর রহমান বিশ্বাস বলেছেন, 'যে নিম্নচাপটি ছিল তা এখন উত্তর ওড়িশাতে অবস্থান করছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় তা দুর্বল হয়ে যাবে। আর একটি ঘূর্ণাবর্ত উত্তর মায়ানমায়ারের কাছে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় তৈরি হয়েছে। পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল, ২৫ সেপ্টেম্বর এটি নিন্মচাপে পরিণত হবে। ২৬ তারিখ সেটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। ২৭ সেপ্টেম্বর এটি দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন অন্ধ প্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব মূলত পশ্চিমবঙ্গের ওপরে পড়বে। এর প্রভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই চলবে। তবে আগামী ২-৩ দিনে ভারী বৃষ্টির সতর্কতা নেই। ২৭ সেপ্টেম্বর উপকূলবর্তী এলাকায় এক-দু জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে । দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। বাকি জেলাগুলোতেও মেঘাচ্ছন্ন আকাশের পরিমাণ বাড়বে। ২৭ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তবে কলকাতায় ভারী বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। এই নিম্নচাপের গতিপ্রকৃতি আমরা পর্যবেক্ষণ করছি।'

তবে এখানেই দুর্যোগের শেষ নয়। ৩০ সেপ্টেম্বরের আশেপাশে তৃতীয় আর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যদিও পূর্বাভাস করার আগে আরও কয়েকদিন অপেক্ষা করতে চাইছে হাওয়া অফিস ।