মুম্বই: ২৯ বছর পর ভাঙল ঘর। ডিভোর্স ঘোষণা সুরকার এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর। তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন, জীবনের বহু কঠিন সময় পার করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
বছরটা ছিল ১৯৯৫। সায়রা বানুকে বিয়ে করেছিলেন AR রহমান। তাঁদের তিন সন্তান। খতিজা, রহিমা এবং আমিন। দেখতে দেখতে দীর্ঘ ২৯টা বছর কাটিয়েছেন একসঙ্গে। তবে এবার আলাদা হওয়ার সিদ্ধান্ত। সায়রা বানু জানিয়েছেন, ২৯ বছর তাঁরা সংসার জীবন করেছেন। বিয়ের এতগুলি বছর কাটানোর পর, এআর রহমানের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যথা আর যন্ত্রণা থেকেই সম্পর্কে ঘূণ ধরেছে।এসেছে মানসিক চাপ। তারপরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে তিনি এই কঠিন সময়ে সকলের কাছে, তাঁদের ব্যক্তিগত জীবনের প্রতি গোপনীয়তা বজার রাখার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।
বরাবরই মিতভাষী অস্কারজয়ী সুরকার AR রহমান। দেশের শীর্ষস্থানীয় সুরকারদের সঙ্গে তার নামও উচ্চারিত হয়। আজও দেশের নামী শিল্পীরা তাঁর সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকেন। তার কনসার্ট মানে অন্য এক দিগন্ত। দেশ-বিদেশে তাঁর অনুষ্ঠান লেগেই আছে। এহেন বিখ্যাত শিল্পীর বিচ্ছেদের কথা শুনে অনুরাগীরা সত্যিই অবাক। সিমি গ্রেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে AR রহমান বলেছিলেন, বয়স তখন তাঁর ২৯। তাঁর মনে হয়েছিল, এটাই তার তার বিয়ে করার উপযুক্ত সময়। তবে তাঁর পাত্রী খোঁজার মতো সময় হাতে ছিল না। এর পরে মাকেই দিয়েছিলেন পাত্রী খুঁজে দেওয়া দায়িত্ব।
আরও পড়ুন, একদিন বাথরুমে ঢুকে কেঁদেছিলেন গোপনে, ঘৃণাও করতেন নিজেকে ! কেন এমন স্মৃতিচারণা শাহরুখ খানের
জন্মসূত্রে AR রহমানের নাম দিলীপকুমার। ১৯৬৭ সালের ৬ জানুযারি জন্ম হয়েছিল তাঁর। AR রহমানের বাবা ছিলেন আরকে শেখর মালায়ালম ও তামিল ছবির সঙ্গীত পরিচালক। মাত্র ৯ বছর বয়সে বাবা হারিয়েছিলেন তিনি। এরপর গোটা পরিবারের দায়িত্ব আসে ছোট্ট AR রহমানের উপরেই। বলাইবাহুল্য বাবার মৃত্যুর পর তীব্র অর্থকষ্ট ও সামাজিক বঞ্চনার মধ্য দিয়ে যেতে হয়েছিল এই লেজেন্ডকে। মাত্র ১১ বছর বয়স থেকেই অর্কেস্ট্রা দলের সঙ্গে বাজাতে শুরু করেন কি-বোর্ড। দিলীপকুমারই হয়ে যান আল্লা রাখা রহমান। অর্থাৎ AR রহমান। মূলত রহমানের যখন ২২ বছর বয়স, তখন তার বোন কঠিন অসুখে আক্রান্ত হন। এরপর এক মুসলিম পীরের দয়ায় বোন সুস্থ হয়ে ওঠেন। আর এই অভিজ্ঞতার তাঁদের জীবনে ছাপ ফেলে দেয়। ৯০ এর দশকে গোটা পরিবারই ইসলাম ধর্ম গ্রহণ করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।