কলকাতা: ভিন রাজ্যে পারদ পতন হচ্ছে । শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে । কলকাতায় (Koljata Weather) জাঁকিয়ে শীত পড়বে কবে?

Continues below advertisement

উত্তর পশ্চিমের শীতল হাওয়া চলবে । আংশিক মেঘলা আকাশের কারণে কলকাতায় রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়ল । সকালে হাল্কা কুয়াশা । পরে পরিষ্কার আকাশ থাকবে । শুষ্ক আবহাওয়াই থাকবে শহরে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । সকাল-সন্ধ্যে শীতের আমেজ থাকবে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে । রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ।

মঙ্গলবার ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল কলকাতার পারদ । বৃহস্পতিবার সকালে সেই তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে । শুক্রবার সামান্য বেড়ে তা পৌঁছেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে । উত্তর পশ্চিমের বাতাস বইছে । সামান্য কমবেশি হলেও বড়সড় পরিবর্তন নেই পারদের । তবে পারদ পতনের পূর্বাভাস রয়েছে কলকাতায় । রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে । পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা এরকমই থাকবে ।

Continues below advertisement

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.০ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯১ শতাংশ । 

ঘন কুয়াশার সম্ভাবনা হিমাচল প্রদেশে । উত্তর-পূর্ব ভারতের আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট । কুয়াশা থাকবে ওড়িশাতেও । তামিলনাড়ু, পুঁদুচেরি এবং করাইকালেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা ।

ডিসেম্বর★কলকাতা - সর্বনিম্ন তাপমাত্রা কম কবে ছিল

 

★২০২০ ; ১৭ ডিসেম্বর ১১.২ ডিগ্রি সেলসিয়াস ।

★২০২১ ; ২০ ডিসেম্বর ১১.২ ডিগ্রি সেলসিয়াস ।

★২০২২ ; ১৭ ডিসেম্বর ১৩.২ ডিগ্রি সেলসিয়াস ।

★২০২৩ ; ১৭ ডিসেম্বর ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস ।

★২০২৪ ; ১৫ ডিসেম্বর ১২.৫ ডিগ্রি সেলসিয়াস ।

★এখনও পর্যন্ত ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৪ তারিখের ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসই কলকাতায় সবচেয়ে কম তাপমাত্রা ।

 

সূত্র : ভারতের মৌসম ভবন 

দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমেছে । এখনও স্বাভাবিকের নিচে দিনের তাপমাত্রা । শীতের আমেজ বাড়ল । আরও সামান্য তাপমাত্রা কমতে পারে দু এক জেলাতে । এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে । তবে বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম । আপাতত পাঁচ দিন প্রায় একই রকম তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়া ।