কলকাতা: ডিসেম্বরের শুরু থেকেই শীতের (Winter) আমেজ রাজ্যে। এখনই কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কী জানাল আবহাওয়া দফতর?

Continues below advertisement

এ রাজ্যে আপাতত কোনও সিস্টেম নেই। বাংলাদেশ, অসম ও মেঘালয়ের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে অবাধ পশ্চিমের শীতল হাওয়া। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা অনেকটাই নেমেছে; আরও সামান্য কমবে। উইকেন্ডে তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে; শীতের আমেজ বাড়বে, জানিয়েছে আবহাওয়া দফতর।

সকালে শিশির এবং কুয়াশা, পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা কমতে পারে। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

Continues below advertisement

উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হাল্কা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। দার্জিলিংয়ে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। মালদায় ১৬ ডিগ্রির ঘরে পারদ। আগামী ৪-৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে।

পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অসম ও‌ মেঘালয়ের ওপর আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ পূর্ব আরবসাগর ও সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পঞ্জাব এলাকায়। সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ ও ত্রিপুরাতে। নতুন করে প্রভাবশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ পাঁচই ডিসেম্বর।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমেছে। এখনও স্বাভাবিকের নীচে দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়ল। আরও সামান্য তাপমাত্রা কমতে পারে দু-এক জেলাতে। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। আপাতত পাঁচ দিন প্রায় একই রকম তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়া।

কলকাতায় আজ সামান্য বাড়ল তাপমাত্রা। ১৭ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় এবং জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। উইকেন্ডে শীতের আমেজ বাড়বে। সকালে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রার ওঠা নামাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দৃশ্যমানতা কোথাও ৯০০ থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে।

দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মালদাতে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার সম্ভাবনা।