কলকাতা: সকাল থেকে ঝকঝকে আকাশ । রৌদ্রজ্জ্বল দিন । বাতাসে শীতের আমেজ । সঙ্গে ঠান্ডা হাওয়া । আজ বিকেল, সন্ধে ও রাতের আবহাওয়া কেমন থাকবে?

Continues below advertisement

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৪-৫ দিনে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই । উইকেন্ডে জমিয়ে থাকবে শীতের আমেজ । কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে । আগামীকাল ১৪ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা । পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে । কলাইকুন্ডাতে স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে তাপমাত্রা ।

এই মুহূর্তে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না থাকায় অবাধ পশ্চিমের শীতল হাওয়া । রাজ্যজুড়েই রয়েছে শীতের আমেজ । স্বাভাবিকের তুলনায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত কম রয়েছে । আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তাপমাত্রা অনেকটাই নেমেছে; আগামীকাল আরও একটু নামতে পারে পারদ ।

Continues below advertisement

উত্তরবঙ্গে সকালে শিশির এবং কুয়াশা, পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা । সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, দৃশ্যমানতা দু এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে । উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে । দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা কম ।

উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া । বৃষ্টির সম্ভাবনা নেই । সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ । দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা । মালদায় ১৫ ডিগ্রির ঘরে পারদ । আগামী ৪-৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে ।

এ রাজ্যে আপাতত ঘূর্ণাবর্তের কোনও প্রভাব নেই । বাংলাদেশ, অসম ও মেঘালয়ের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । তবে অবাধ পশ্চিমের শীতল হাওয়া । আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তাপমাত্রা অনেকটাই নেমেছে; আরও সামান্য কমবে । উইকেন্ডে তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে; শীতের আমেজ বাড়বে, জানিয়েছে আবহাওয়া দফতর ।

সকালে শিশির এবং কুয়াশা, পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা । সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা কমতে পারে । উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে । 

উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া । বৃষ্টির সম্ভাবনা নেই । সকালে হাল্কা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ থাকবে । দার্জিলিংয়ে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা । মালদায় ১৬ ডিগ্রির ঘরে পারদ । আগামী ৪-৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে ।