সঞ্চয়ন মিত্র, কলকাতা : অঘ্রাণের শুরুতেই ফের রাজ্যে ( West Bengal Weather Rain ) বৃষ্টির ভ্রুকুটি। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৪-৫টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথায় কোথায় বৃষ্টি
বৃষ্টি হতে পারে
- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
- ঝাড়গ্রামে
তার আগে এই কয়েকটাদিন উত্তুরে হাওয়ার হাত ধরে ফিরবে শীতের আমেজ। আগামী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা ১-২ ডিগ্রি নামতে পারে। এরপর তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও, পরের সপ্তাহের শেষের দিকে ফের পারদ-পতনের সম্ভাবনা রয়েছে।
জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি
উৎসবের মরশুমে বড় একটা বাধ সাধেনি বৃষ্টি। দুর্গাপুজোয় সামান্য বৃষ্টি হলেও লক্ষ্মীপুজো, কালীপুজো ও ভাইফোঁটায় ভোগায়নি বৃষ্টি। কিন্তু বাঙালির উৎসবের মরশুমে আরও একটি পুজো বাকি। জগদ্ধাত্রী পুজো। বহু জায়গায় ৫ দিন ধরে চলে জগদ্ধাত্রী পুজো। আর বেশিরভাগ জায়গায় নবমীতেই আরাধ্যা জগন্মাতা। এবছর পাঁজি অনুসারে ২০ ও ২১ নভেম্বর জগদ্ধাত্রী পুজো। এই দুদিনই বাংলায় বৃষ্টি হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতর সূত্রে খবর ,দখিনা বাতাসের প্রভাব বাড়তে পারে সোম এবং মঙ্গলবারে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা তৈরি হতে পারে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী ও নবমীতে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকাল, সন্ধে শীতের আমেজ কিছুটা ফিরবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে আবার সোম মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের কারণে বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?
সূত্র : https://city.imd.gov.in/ -
7 Day's Forecast Date Min Temp Max Temp Weather 18-Nov 22.0 29.0 Mainly Clear sky 19-Nov 22.0 29.0 Mainly Clear sky 20-Nov 23.0 29.0 Partly cloudy sky 21-Nov 21.0 28.0 Partly cloudy sky 22-Nov 21.0 29.0 Partly cloudy sky 23-Nov 20.0 29.0 Mainly Clear sky
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে - https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y