কলকাতা : কালীপুজোয় কাঁটা হয়ে দাঁড়ায়নি বৃষ্টি। ভাইফোঁটাও মোটের উপর শুকনোই কাটছে। তবে  আবহাওয়া দফতরের ( Weather Update )  পূর্বাভাস, দুপুরের পর থেকেই আবহাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আংশিক কোথাও বা সম্পূর্ণ মেঘলা আকাশ থাকতে পারে।   উপকূলে অঞ্চলে বৃষ্টি হতে পারে । বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ( South Bengal Weather ) । 


বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ


আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আজ ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে প্রথমে পশ্চিম ও বিকেলের পর উত্তর-পশ্চিম দিকে এগোবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এরপর দিক পরিবর্তন করে তা আরো উত্তর-পশ্চিমের দিকে এগোবে। কাল ১৬ ই নভেম্বর পুরোপুরি দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোবে। পরশু ১৭ ই নভেম্বর ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে।


 দক্ষিণবঙ্গের পারদ নামতে পারে কবে ?


আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতি এবং  শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বেশি বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূল ও  ওড়িশা লাগোয়া জেলাগুলিতে। শনিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। শনিবার সন্ধ্যার পর আর বৃষ্টি হবে না বলেই মনে করা হচ্ছে। রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গের পারদ নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া  দফতরের। 


শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া  জেলাতে।


১৮ নভেম্বর শনিবার  বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাকি গাঙ্গেয় সহ দক্ষিণবঙ্গে শনিবার আর সেভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই।


এই পরিস্থিতিতে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কৃষকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে । রবি মরসুমের ধান কেটে নেওয়ার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাব সম্পূর্ণ কেটে গেলে রবিবারের পর আলু বীজ বপনের পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের। 


কলকাতায়  কখনও আংশিক, কখনও সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। ফলে দিনের তাপমাত্রা বাড়তে পারবে না। কিন্তু বাতাসে ৯০ শতাংশ বা তার বেশি জলীয় বাষ্প থাকায় রাতের তাপমাত্রা বাড়বে।