কলকাতা: আজ ভাইফোঁটা (Bhai Phonta 2023)। ভাইদের মঙ্গল কামনায় ঘরে ঘরে উৎসব। বন্ধন আরও দৃঢ় করার বার্ষিক আচার। দই, চন্দনের ফোঁটা দিয়ে সারাবছর, সারাজীবন ভাইদের মঙ্গল কামনা দিদি, বোনেদের। বছরভর খুনসুটি থাকলেও আজকের দিনে 'আড়ি'তেই ভাব। ভাইয়ের পছন্দের মিষ্টি, খাবার সাজিয়ে প্রস্তুত বোনেরা। অন্যদিকে বোনদের পছন্দ মতো উপহার নিয়ে তৈরি ভাইরাও। 


ভাইফোঁটায় ব্যস্ততা ঘরে ঘরে: কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। ভাইয়ের কপালে দই, চন্দনের ফোঁটা দেয় বোনেরা। ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য প্রার্থনা করে। ভাইদের শুভ কামনার জন্য এই বিশেষ দিনে নানারকম আয়োজন বোনেদের। আর সারাজীবন আগলে রাখার ও রক্ষা করার প্রতিশ্রুতি দেয় ভাইরা। দিদি ধান-দূর্বা দিয়ে ভাইকে আশীর্বাদ করে বা দাদা ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করে বোনকে।


ভাইফোঁটায় জমজমাট আয়োজন: মিষ্টি ছাড়া অসম্পূর্ণ ভাইফোঁটা। তাই ভাইয়ের জন্য় মিষ্টি কিনতে দোকানে দোকানে ভিড় দিদি ও বোনেদের। ভাইফোঁটায় হরেকরকম মিষ্টির পদ নিয়ে হাজির মিষ্টি বিক্রেতারাও। এদিন সকাল থেকেই মিষ্টির দোকানে লম্বা লাইন। ডায়াবেটিস ও স্বাস্থ্যের কারণে এখন অনেকেই মিষ্টি খেতে চান না। তাঁদের জন্য় কম মিষ্টির নানা পদ নিয়েও হাজির মিষ্টির দোকানগুলো। পছন্দসই মিষ্টি পাতে তুলে দিতে একেবারে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। শুধু তাই নয়, ভাইয়ের পছন্দের খাবার তৈরিতেও রয়েছে ব্যস্ততা। সব মিলিয়ে আয়োজনে খামতি রাখতে নারাজ বোনেরা।  


কখন দেওয়া যাবে ফোঁটা? 


গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দ্বিতীয়া তিথি। বুধবার দুপুর অবধি ফোঁটা দেওয়া যায় ।


বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা মতে, 



  • ২০২৩ সালে, ভাইফোঁটা উৎসব ১৪ এবং ১৫ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার ধরে পালিত হচ্ছে।

  • ২০২৩ সালে, ভাইফোঁটা অর্থাৎ দ্বিতীয়া তিথি ১৪ নভেম্বর দুপুর ২টা বেজে ৩৬ মিনিট থেকে শুরু হয়েছে এবং ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত চলবে। অর্থাৎ ২ দিন ধরে ভাইফোঁটা উৎসব পালনের তিথি রয়েছে।

  • ২ দিনই ভাইফোঁটা দেওয়া যাবে। যদি ১৪ নভেম্বর ফোঁটা দিতে না পারেন, তাহলে পরেরদিন অর্থাৎ আজ ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়া যাবে।  


আরও পড়ুন: Bhai Dooj 2023: কেন ভাইফোঁটার ছড়ায় আসে যম-যমুনার নাম? কেমন তাঁদের সম্পর্ক?