সঞ্চয়ন মিত্র, কলকাতা : সপ্তাহের শুরুর থেকেই শহরে ঝকঝকে আকাশ। রবিবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও সপ্তাহের প্রথম কাজের দিনে বৃষ্টি ভোগায়নি। তবে মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। মঙ্গলেও বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলি, দুই মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে মনে করছে আবহাওয়া দফতর। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে।
ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা
তবে, শুক্র ও শনিবার ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টি। যদিও টানা বৃষ্টির পর দু-এক দিন পার্বত্য এলাকায় বৃষ্টি থেমেছে। রোদের দেখাও মিলছে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । চৈত্রের গরমও ভোগাবে। মঙ্গলবার তাপমাত্রা বাড়বে শহরে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে বলে জানিয়ে রেখেছে আবহাওয়া অফিস । মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি নিচে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে । উত্তরবঙ্গে বুধবার থেকে থেকে শুষ্ক আবহাওয়াই থাকবে।
আগামী সাতদিন কলকাতা শহরে কেমন থাকবে আবহাওয়া তার পূর্বাভাস পাওয়া গেল আবহাওয়া দফতরের ওয়েবসাইটে।
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আরও পড়ুন :
হালকা বৃষ্টির জল, সোনালি রোদ গায়ে মেঘে সবুজ সতেজ দার্জিলিং, মেঘ কি কাটবে?