অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শ্রাবণের (Sawan 2024 ) শুরুতে দক্ষিণের (South Bengal) একাধিক জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একদিকে পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থানের জয়সালমীর থেকে আজমের হয়ে রায়পুর এর ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি ক্ষয় করে ওড়িশা অতিক্রম করবে।

  


হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও কাল ভারি বৃষ্টি ওপরের দুই জেলায়। অন্যদিকে, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূল-সহ বঙ্গোপসাগরে আগামিকালও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 


দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে দক্ষিণের জেলাগুলিতে। তবে বৃষ্টি জারি থাকবে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহের শুরুর দিনেই। 


আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, মঙ্গলবার সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। কলকাতা তো বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। অন্যদিকে,  সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।                                                                       


আরও পড়ুন, কাল শ্রাবণের প্রথম সোমবার, পুজোয় কী কী করলে তুষ্ট হবেন মহাদেব?


উল্লেখ্য, আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শনিবার ভোরে চিলকার কাছ থেকে প্রবেশ করেছে ওড়িশায় স্থলভাগে। তারপর শক্তিক্ষয় হয়েছে তার। তাই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।  তবে,  সুন্দরবনে ফের দুর্যোগের ভ্রুকুটি। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে