অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পুজোয় বৃষ্টির পূর্বাভাস ছিল না। তবে পঞ্চমীতে আকাশের মন খারাপ। বেলা বাড়তেই কলকাতার আকাশে জলভরা মেঘ। প্রচণ্ড গর্জনে মেঘ ডেকে বৃষ্টি। যদিও আবহাওয়া দফতর এখনও জানাচ্ছে, এই বৃষ্টি দিনভর চলবে না। মূলত পরিষ্কার আকাশ থাকবে, তবে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তাপমাত্রা স্বাভাবিক এর উপরেই রয়েছে।  বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি থাকবে।  বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েইছে। আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া।

তবে পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর মধ্যে স্থানীয়ভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই একনাগারে বা একটানা বৃষ্টির। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা বা বর্ষা বিদায় রেখা এখন সুলতানপুর উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আগামী দু-তিন দিনে গুজরাত ও মধ্যপ্রদেশের বাকি অংশ এবং মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে। বাংলা থেকে বর্ষা বিদায় নিতে অক্টোবর মাসের মাঝামাঝি হবে বলে অনুমান আবহবিদদের। 

কোথায় নিম্নচাপ? 

আরব সাগরে লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আগামীকাল। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি দক্ষিণ তামিলনাড়ু ও দক্ষিণ কেরালা উপকূল এলাকায় বিস্তৃত। এই এলাকা সংলগ্ন অর্থাৎ লাক্ষাদ্বীপ এবং আরব সাগরের দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য এলাকায় বুধবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা,  অভিমুখ হবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। 

উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালের দিকে মূলত পরিস্কার আকাশ থাকবে।বিকেল বা সন্ধের দিকে হালকা বৃষ্টির  সম্ভাবনা রয়েছে। যদিও এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। 

কলকাতায় আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে? কী বলছে আইএমডি ? 
source : city.imd.gov.in

7 Day's Forecast/Warnings
Date Min Temp Max Temp Forecast Warnings RH 0830 RH 1730
08-Oct 27.0 33.0
Generally cloudy sky with Light rain
No warning NA NA
09-Oct 26.0 33.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
No warning NA NA
10-Oct 26.0 32.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
No warning NA NA
11-Oct 27.0 32.0
Generally cloudy sky with Light rain
No warning NA NA
12-Oct 27.0 33.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
No warning NA NA
13-Oct 26.0 33.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
No warning NA NA