কলকাতা : কখনও ফণী, কখনও আয়লা, কখনও আমফান। আর এবার রেমাল! কোথায় রোমাল ? কীভাবে এগোচ্ছে ? আবহাওয়া দফতর সূত্রে খবর, অতি গভীর নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ প্রান্তে চেন্নাই উপকূলের প্রায় ২০০ কিলোমিটার দূরে জলের ওপর দিয়ে অত্যন্ত ধীর গতিতে প্রচুর শক্তি সঞ্চয় করতে করতে ক্রমশঃ উত্তর - উত্তর পূর্ব দিকে এগোচ্ছে।
কখন আছড়ে পড়বে রেমাল?
আবহবিদরা জানাচ্ছেন, ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে এই সিস্টেম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন লাগোয়া এলাকার দিকে এগোচ্ছে। শনিবার সকাল সাড়ে ৮ টা নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তখন এর নাম হবে রিমাল বা রিমেল। ২৬ তারিখ অর্থাৎ রবিবার দুপুরের দিকে এটি আছড়ে পড়তে পারে পশ্চিমবাংলা বা বাংলাদেশের উপকূলে।
কতটা শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড় ?
কতটা শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড় ? হার মানাবে আমফান, ফণীকেও ? মনে করা হচ্ছে, ল্যান্ড ফলের সময় এটির সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার হতে পারে। সেই সময় হাওয়ার গতি সম্ভাব্য সর্বোচ্চ ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে এখনও পর্যন্ত ইঙ্গিত। ল্যান্ডফলের স্থান নিয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট পূর্বাভাস নেই।
বাংলায় তাণ্ডব চালাবে রেমাল?
এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যা অভিমুখ তাতে সুন্দরবনের উপকূল এলাকায় হতে পারে ল্যান্ডফল। কিছু কিছু আন্তর্জাতিক আবহাওয়া মডিউল দাবি করছে এটি শেষ মুহূর্তে স্থলভাগের একেবারে কাছাকাছি এসে সামান্য রিকার্ভ বা অভিমুখ পরিবর্তন করবে। দীঘা মোহনা সংলগ্ন এলাকায় কাছাকাছিও এটি আছড়ে পড়তে পারে। এর ফলে রবিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হবে। উপকূল লাগোয়া এলাকায় বেশি বৃষ্টি হওয়ার কথা আর সমতলে কিছুটা কম। সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া, কী বলছে আইএমডি ?
সূত্র : https://city.imd.gov.in/citywx/localwx.php
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
24-May | 28.0 | 36.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | |
25-May | 26.0 | 35.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
26-May | 24.0 | 30.0 | Generally cloudy sky with Heavy rain | |
27-May | 24.0 | 30.0 | Generally cloudy sky with Heavy rain | |
28-May | 26.0 | 33.0 | NA | |
29-May | 28.0 | 35.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
30-May | 28.0 | 35.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো! অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ আপ