অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমলেও, কমেনি জলযন্ত্রণা। তার মধ্যেই ফের নিম্নচাপের ভ্রুকুটি! যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস,
- বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
- ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে।
- বৃহস্পতিবারও পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিতে বাড়বে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৬ জেলায়।
কলকাতার আবহাওয়া -
কলকাতাতেও বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় দিনভর। কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এদিন । মেঘলা আকাশ ও বৃষ্টির জন্য তাপমাত্রা ফের কিছুটা নামবে। আকাশ থাকবে মেঘলা। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি । মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা
সূত্র https://city.imd.gov.in/
7 Day's Forecast Date Min Temp Max Temp Weather 24-Sep 27.0 33.0 Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm 25-Sep 26.0 30.0 Generally cloudy sky with a few spells of rain or thundershowers 26-Sep 26.0 30.0 Generally cloudy sky with a few spells of rain or thundershowers 27-Sep 27.0 32.0 Generally cloudy sky with one or two spells of rain or thundershowers 28-Sep 28.0 33.0 NA 29-Sep 28.0 33.0 Partly cloudy sky with possibility of rain or Thunderstorm 30-Sep 28.0 33.0 Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandip Ghosh:সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও 'সাসপেন্ডেড' স্টেটাস! চিকিৎসক সংগঠনের দাবিতে বিতর্ক