সঞ্চয়ন মিত্র, কলকাতা : একদিকে মোকার সতর্কবার্তা, অন্যদিকে তীব্র হচ্ছে রাজ্যের তাপদাহ।  দক্ষিণবঙ্গ জুড়ে লু এর পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের তিন জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।


লু বইবে কোথায় কোথায়


কলকাতায় বুধবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বেলা বাড়লেই লু হইবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে।  আগামী ২৪ ঘন্টায় ৪০ ডিগ্রি ছোঁবে কলকাতা। পশ্চিমের জেলাগুলিতে  পারদ উঠবে ৪২-৪৩ ডিগ্রিতে। 


বঙ্গোপসাগরের নিম্নচাপ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের নাম মোকা। বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড় গতিপথ পরিবর্তন করবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবারের পর ঘূর্ণিঝড়ের অভিমুখ হবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে।


আসন্ন মোকার পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সেই দিকে ছুটছে। বাংলায় সেই শূন্যস্থান পূরণ করছে, উত্তর পশ্চিমের গরম হাওয়া। আগামী ৪৮- ৭২ ঘণ্টা সেই গরম হওয়ার দাপট থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।                                                                                    


 তাপপ্রবাহের সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৮ জেলায়


আজ ৯ মে মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৮ জেলায়। বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। 


১০ মে বুধবার তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। কলকাতা সহ উপকূল এবং পশ্চিমের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। বুধবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। 


১১ মে বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের ৬ জেলার জন্য। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমের জেলাগুলিতে।

আরও পড়ুন :


কালিম্পংয়ের এই বাড়ি থেকেই জন্মদিনে বেতারে কবিতা পাঠ, রবিস্মৃতি আঁকড়ে নিঃসঙ্গ গৌরিপুর হাউস



কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আরো বাড়বে দিনের তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৫ শতাংশের কম। বুধবারের মধ্যে শহরের পারদ প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বেলা বাড়লে লু বইবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি।