সঞ্চয়ন মিত্র, কলকাতা : বৃষ্টির পূর্বাভাস ছিলই। আর হলও। বৃহস্পতিবার রাতে কলকাতার বেশ কিছু জায়গা ভিজল বৃষ্টিতে। তবে তাপমাত্রায় বড় হেরফের হল না। ফিরল না ঠান্ডার অনুভূতি। উল্টে, এক ডিগ্রি বেড়ে গেল পারদ। দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় হল হালকা বৃষ্টি।
শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকার কথা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। তবে কোথাও কোথাও অল্প বৃষ্টি হতে পারে। সপ্তাহশেষে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তবে শুক্রবার বাড়ল তাপমাত্রা। সেই সঙ্গে অক্ষরেখা দুর্বল হয়ে যাওয়ায় বৃষ্টির সম্ভাবনা কমল দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানাচ্ছে, যদি বৃষ্টি হয়, তবে তা হবে একেবারেই হালকা। শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে
- পুরুলিয়া
- বাঁকুড়া
- পূর্ব ও পশ্চিম বর্ধমান
- নদিয়া
- মুর্শিদাবাদ
- হুগলি
- উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। আগামী দু'দিন সামান্য তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তারপর ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।
কলকাতায় আবহাওয়া
কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার হবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আরও পড়ুন, কৃষক আন্দোলনের মধ্যেই পাঞ্জাব সফরে যাচ্ছেন মমতা, স্বর্ণমন্দিরে পুজো নিবেদন
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ও আবহাওয়ার হাল-হকিকত, জেনে নিন সরাসরি আইএমডির ওয়েবসাইট থেকে
টেবিল সূত্র : https://city.imd.gov.in/
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
16-Feb | 18.0 | 29.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
17-Feb | 18.0 | 29.0 | Mainly Clear sky | |
18-Feb | 20.0 | 30.0 | Mainly Clear sky | |
19-Feb | 21.0 | 31.0 | Partly cloudy sky | |
20-Feb | 22.0 | 31.0 | Mainly Clear sky | |
21-Feb | 22.0 | 32.0 | Mainly Clear sky | |
22-Feb | 22.0 | 32.0 | Mainly Clear sky |