কলকাতা : কার্যত শীতের ( Winter Weather Updtae ) বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে বাংলায় ( West Bengal Weather News ) । আস্তে আস্তে লেপ  কম্বল ফাইনালি গুটিয়ে ফেলার দিন। পাখাও চালাতে হচ্ছে দিনের কোনও না কোনও সময়। ঋতুসন্ধিতে দাঁড়িয়ে বাংলা। চলছে আবহাওয়ার খামখেয়ালি। আর এই ঠান্ডা-গরমের লুকোচুরিই জানান দিচ্ছে বসন্ত ( West Bengal Spring )  এসে গেছে।  দক্ষিণবঙ্গে  ( South Bengal Weather ) সকাল সন্ধ্যা হালকা শীতের আমেজ অব্যাবহত থাকলেও সামান্য বাড়ল কলকাতার তাপনাত্রা। ১৮ র ঘর থেকে ১ ডিগ্রি বেড়ে কলকাতার ( Kolkata Weather Report )  সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ১৯ এর উপরে। 

 শীতের আমেজ  আর কতদিন

শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই  উষ্ণতার ছোঁয়া শহরে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে আরো কিছুদিন। তাপমাত্রা কিছুটা কমতে পারে, ফের বাড়তে পারে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ফের সোম মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। 

আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে জানাচ্ছে আইএমডি। আগামী কয়েকদিন মেঘ-ছাওয়া আকাশই থাকবে মহানগরে। তবে বৃষ্টির স্পষ্ট বার্তা নেই। আগামী ২৩ ফেব্রুয়ারি সামান্য বৃষ্টি হতে পারে। 

কলকাতার আজকের আবহাওয়া

শীতের শেষে বাতাসে বসন্তের ছোঁয়া কলকাতায়।  আজও শহরে ২০ ডিগ্রির নিচে পারদ। মরশুমের শেষে হালকা শীতের আমেজ। সকালে কুয়াশা, দিনভর পরিষ্কার আকাশ। কাল থেকে ফের বাড়বে পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে এখনো কিছুটা শীতের আমেজ। দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী দুদিন। উত্তরবঙ্গে সকালে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কবার্তা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলায় মূলত পরিষ্কার আকাশ। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

দেখে নেওয়া যাক , কলকাতায় কেমন থাকবে আগামী ৭ দিনের আবহাওয়া 

টেবিল সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
17-Feb 19.0 28.0
Fog/mist in the morning and mainly clear sky later
18-Feb 19.0 29.0
Mainly Clear sky
19-Feb 20.0 30.0
Partly cloudy sky
20-Feb 20.0 31.0
Partly cloudy sky
21-Feb 21.0 31.0
Partly cloudy sky
22-Feb 22.0 31.0
Partly cloudy sky
23-Feb 23.0 32.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন : এবার হনুমান জয়ন্তী মঙ্গলবার ! তৈরি হচ্ছে অত্যন্ত শুভ যোগ, জানুন দিনক্ষণ