কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে শীতের ঝোড়ে ইনিংস। অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে। আগামী দু দিনে রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু কমতে পারে। এরপর ২/৩ দিন একই রকম আবহাওয়া থাকবে। আজ থেকে আগামী দু'দিনে দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে। আগামী সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রার পারদ। মঙ্গল-বুধবার নাগাদ আরও জাঁকিয়ে পড়বে শীত। আগামী সপ্তাহ জুড়ে বজায় থাকবে ঠান্ডার দাপট।
কোন জেলায় কেমন আবহাওয়া?
জেলা | তাপমাত্রা, আর্দ্রতা |
উত্তর ২৪ পরগনা | ১৪ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা |
দক্ষিণ ২৪ পরগনা | ১৪ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা |
পূর্ব মেদিনীপুর | ১৪ ডিগ্রি, ৫০% আর্দ্রতা |
হাওড়া | ১৩ ডিগ্রি, ৫৩% আর্দ্রতা |
কলকাতা | ১৪ ডিগ্রি, ৫৩% আর্দ্রতা |
হুগলি | ১৩ ডিগ্রি, ৫৩% আর্দ্রতা |
পুরুলিয়া | ১০ ডিগ্রি, ৫০% আর্দ্রতা |
ঝাড়গ্রাম | ১২ডিগ্রি, ৫৩% আর্দ্রতা |
পশ্চিম মেদিনীপুর | ১২ ডিগ্রি, ৫৫% আর্দ্রতা |
বাঁকুড়া | ১১ ডিগ্রি, ৫২% আর্দ্রতা |
পশ্চিম বর্ধমান | ১২ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা |
পূর্ব বর্ধমান | ১২ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
বীরভূম | ১২ ডিগ্রি, ৫২% আর্দ্রতা |
মুর্শিদাবাদ | ১৩ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা |
নদিয়া | ১৩ ডিগ্রি, ৫২% আর্দ্রতা |
উত্তরবঙ্গের আবহাওয়া: জেলায় জেলায় জাঁকিয়ে শীত (Winter)। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরের অন্য জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নেমেছে। শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রবি-মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WBCS Prelims 2023: আগামীকাল WBCS প্রিলিমিনারি, চোখ বুলিয়ে নিন কী কী নেবেন, কী কী মনে রাখবেন