কলকাতা: আগামীকাল WBCS প্রিলিমিনারি পরীক্ষা। সিভিল সার্ভিস পরীক্ষার (এক্সিকিউটিভ) নিচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নিন কোন কোন জিনিস সঙ্গে রাখবেন এবং কোন কোন বিষয় মনে রাখবেন। 




পরীক্ষা কেন্দ্রে কী কী নিয়ে যেতে হবে?


আগামীকাল পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে। শেষ হবে দুপুর আড়াইটে। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময় আগেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। স্ট্যাম্প সাইজের দু কপি ফটো রাখতে হবে সঙ্গে। রাখতে হবে সচিত্র পরিচয়পত্রও। যা তালিকায় গ্রাহ্য হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা পাসপোর্ট বা প্যান কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এবং অ্যাডমিট কার্ডের কপি। পাবলিক সার্ভিস কমিশনের নির্দেশ অনুযায়ী ই-অ্যাডমিট কার্ডই গ্রাহ্য করা হবে। কোনও সফট কপি পরীক্ষা কেন্দ্রে গ্রাহ্য হবে না।          


কোন কোন জিনিস নিয়ে যাওয়া যাবে না পরীক্ষা কেন্দ্রে?


পাবলিক সার্ভিস কমিশন নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, সহ অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী যার মাধ্যমে ন্যূনতম যোগাযোগ সম্ভব তা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না।           


চলতি অগাস্টে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) (WBPSC) - এর প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট (WBCS Prelims Result 2022)। এরপর সেপ্টেম্বর মাসে হয় মেনস পরীক্ষাও। WBCS 2023 প্রিলিমসের তারিখ ঘোষণা করা হয় অক্টোবর মাসে। প্রিলিমসের ফলের পর মেনসের তারিখ ঘোষণা করা হবে। 


কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?



  • প্রথমে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/index.jsp যেতে হবে।

  • স্ক্রিনের ডান দিকে উপরে রয়েছে অ্যাডমিট কার্ডের নোটিফিকেশন রয়েছে।

  • সেখানে ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন আসবে।

  • এনরোলমেন্ট নম্বর এলং জন্মতারিখ বা নাম এবং জন্মতারিখ দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে।

  • এরপর এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

  • ভবিষ্যতের প্রয়োজনে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


 আরও পড়ুন: HS Syllabus Change: ৪৭টি বিষয়ে পাঠ্যসূচি বদলের ভাবনা, বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস


Education Loan Information:

Calculate Education Loan EMI