কলকাতা: পৌষের শুরুতেই আরও নামল পারদ। কলকাতায় আজ এই মরশুমের শীতলতম দিন। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে পারদ। অবাধ উত্তুরে হাওয়ার হাত ধরে উইক এন্ডে রাজ্যজুড়ে শীত পড়েছে জাঁকিয়ে।
দক্ষিণবঙ্গ
শীতের লম্বা স্পেল বাংলায়। ১২ ডিসেম্বর থেকে চলছে শীতের স্পেল। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোথাও ১০ এর নিচে নেমে গেছে তাপমাত্রা। মঙ্গল বুধবার নাগাদ তাপমাত্রা আরও দু ডিগ্রী কমার সম্ভাবনা। আপাতত শীতের স্পেল জারি থাকবে।
উত্তরবঙ্গ
পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে।
কোন জেলায় কেমন আবহাওয়া?
জেলা | তাপমাত্রা, আর্দ্রতা |
উত্তর ২৪ পরগনা | ১৪ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা |
দক্ষিণ ২৪ পরগনা | ১৪ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পূর্ব মেদিনীপুর | ১৫ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা |
হাওড়া | ১৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
কলকাতা | ১৩.৫ ডিগ্রি, ৫২% আর্দ্রতা |
হুগলি | ১৩ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
পুরুলিয়া | ১০ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা |
ঝাড়গ্রাম | ১১ ডিগ্রি, ৬১% আর্দ্রতা |
পশ্চিম মেদিনীপুর | ১৩ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
বাঁকুড়া | ২৪ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা |
পশ্চিম বর্ধমান | ২৫ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা |
পূর্ব বর্ধমান | ২৪ ডিগ্রি, ৬৯% আর্দ্রতা |
বীরভূম | ২৪ ডিগ্রি, ৬8% আর্দ্রতা |
মুর্শিদাবাদ | ২৪ ডিগ্রি, ৬২% আর্দ্রতা |
নদিয়া | ২৫ ডিগ্রি, ৬১% আর্দ্রতা |
আরও পড়ুন, শনি-গণেশ সিদ্ধিযোগ, শনিবারেই শুভ সময়ে পুজো করলে
তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও ১০ ডিগ্রিরও নীচে নেমে গেছে পারদ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলে, দার্জিলিং ও সিকিমের উঁচু
এলাকাগুলিতে মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা। শীতের লম্বা ইংনিস এখন বেশ কিছুদিন চলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে