কলকাতা: কোল্ড প্যাসেজের কবলে বাংলা (West Bengal)। শীতে (Winter) কাঁপছে পশ্চিমাঞ্চলের জেলাগুলি। পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), বীরভূম (Birbhum), পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম (Jhargram) ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা অনেকটাই নেমেছে। কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচে নেমে গেছে পারদ। অবাধ উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে (South Bengal) কাল থেকে আরও নামতে পারে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
পারদ-পতনে উত্তরকে ছাপিয়ে গিয়েছে দক্ষিণ। কালিম্পং যেখানে ১১ দশমিক ৫ ডিগ্রি, সেখানে বর্ধমানের তাপমাত্রা ১০ দশমিক ৮। শ্রীনিকেতন ১১ দশমিক ৪, মেদিনীপুর ১৩ দশমিক ১, দিঘা ১৩ দশমিক ৬। আবার কোচবিহার আর কৃষ্ণনগরের তাপমাত্রা ১৪ দশমিক ৬ হলে, তার সঙ্গে পাল্লা দিচ্ছে দমদম। শীতে কাঁপছে শৈলশহর। দার্জিলিঙে পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। আগামী কয়েকদিন বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যেই শীতের
শিরশিরানি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কোন জেলায় কেমন আবহাওয়া?
জেলা | তাপমাত্রা, আর্দ্রতা |
উত্তর ২৪ পরগনা | ১০ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা |
দক্ষিণ ২৪ পরগনা | ১১ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পূর্ব মেদিনীপুর | ১৩ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা |
হাওড়া | ১৩ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
কলকাতা | ১২ ডিগ্রি, ৫২% আর্দ্রতা |
হুগলি | ১৩ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
পুরুলিয়া | ১০ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা |
ঝাড়গ্রাম | ১২ ডিগ্রি, ৬১% আর্দ্রতা |
পশ্চিম মেদিনীপুর | ১১ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
বাঁকুড়া | ১০ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা |
পশ্চিম বর্ধমান | ১১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা |
পূর্ব বর্ধমান | ১২ ডিগ্রি, ৬৯% আর্দ্রতা |
বীরভূম | ১১ ডিগ্রি, ৬8% আর্দ্রতা |
মুর্শিদাবাদ | ১০ ডিগ্রি, ৬২% আর্দ্রতা |
নদিয়া | ১২ ডিগ্রি, ৬১% আর্দ্রতা |
আরও পড়ুন, পাঞ্জাব থেকে বাংলা তৈরি শৈত্য পথ, পাহাড় ছাড়া কোথায় তাপমাত্রা নামবে ৫ ডিগ্রিতে?
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ে স্বাভাবিক। উত্তরবঙ্গেও শীত পড়েছে জাঁকিয়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত চলবে শীতের এই স্পেল। তারপর হাওয়া বদল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে