কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা আগামী দু'দিন একই রকম থাকবে। তারপর তাপমাত্রা বাড়বে দুই ডিগ্রি সেলসিয়াস। পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় একই রকম থাকবে। তারপর থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে সকালে কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। ঘন কুয়াশার হলুদ সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা সহ  রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি।                                      

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   সর্বোচ্চ, সর্বনিম্ন তাপমাত্রা
উত্তর ২৪ পরগনা ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
দক্ষিণ ২৪ পরগনা ২৪ ডিগ্রি, ১৪ ডিগ্রি
পূর্ব মেদিনীপুর ২৬ ডিগ্রি, ১৭ ডিগ্রি
হাওড়া ২৪ ডিগ্রি, ১৪ ডিগ্রি
কলকাতা ২৪ ডিগ্রি, ১৪ ডিগ্রি
হুগলি ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
পুরুলিয়া ২৬ ডিগ্রি, ১৫ ডিগ্রি
ঝাড়গ্রাম ২৫ ডিগ্রি, ১৪ ডিগ্রি
পশ্চিম মেদিনীপুর ২৬ ডিগ্রি, ১৭ ডিগ্রি
বাঁকুড়া  ২৫ ডিগ্রি, ১৩ ডিগ্রি 
পশ্চিম বর্ধমান ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
পূর্ব বর্ধমান ২৫ ডিগ্রি, ১৪ ডিগ্রি
বীরভূম ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
নদিয়া ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি

                                                         

আরও পড়ুন, সিকিমে তুষারপাতের প্রভাব কি দার্জিলিঙেও? শীতের কাঁপুনি তীব্র হবে বৃষ্টির সঙ্গতে

কলকাতায় আজ সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা বা পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা সামান্য কমেছে। বেড়েছে দিনের তাপমাত্রা। আগামী কয়েক দিন এরকমই থাকবে তাপমাত্রা। বুধবার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।                                           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে