কলকাতা: রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন উপলক্ষ্যে সোমবার বন্ধ থাকবে শেয়ার বাজার (Share Market)। তার বদলে আজ শনিবার হওয়া সত্ত্বেও শেয়ার বাজার খোলা রয়েছে। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত চলবে কেনাবেচা। শেয়ার বাজার খোলা থাকলেও, আজ বন্ধ রয়েছে কমোডিটি মার্কেট। ২২ জানুয়ারি, রাম মন্দির উদ্বোধনের দিন ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জও (Bombay Stock Exchange) বন্ধ থাকবে।                             


অন্যদিকে, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে, সোমবার কেন্দ্রীয় সরকার ও বিজেপি শাসিত কয়েকটা রাজ্য, হাফ ছুটি ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে, ওইদিন সরকারিভাবে ছুটি ঘোষণার আবেদন জানিয়ে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 


মুকেশ আম্বানির রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজও, কর্মীদের জন্য ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করেছে। রিলায়্যান্স জানিয়েছে, ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে, ঐতিহাসিক ওই মুহূর্তে সকলে যাতে সক্রিয় ভাবে অংশ নিতে পারেন, তার জন্যই ওই দিন ছুটি দেওয়া হচ্ছে।  সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের সর্বত্র রিলায়্যান্সের যত সংখ্যক কর্মী রয়েছেন, ২২ জানুয়ারি ছুটি সকলের। 


২২ শে জানুয়ারি, হিন্দু ক্যালেন্ডার মতে, পৌষ মাসের শুক্লা পক্ষের দ্বাদশী। পুরাণ মতে কথিত, এইদিনই ভগবান বিষ্ণু সমুদ্র মন্থনের জন্য কূর্ম বা কচ্ছপের রূপ ধারণ করেন। হিনদুধর্ম মতে, কূর্ম হল বিষ্ণু দ্বিতীয় অবতার। পৌরাণিক সেই দিনেই, রামলালার অভিষেক। ২২ জানুয়ারি অর্থাৎ, সোমবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।                            


আরও পড়ুন, শাস্ত্রীয় আচার মেনে শুরু বিশেষ পুজো, কাল থেকে সাধারণের জন্য বন্ধ হবে রাম মন্দির! ফের খুলবে কবে?


এছাড়াও উত্তরপ্রদেশের যোগী সরকার গোটা দিন ছুটি ঘোষণা করেছে। পূর্ণ দিবস ছুটি দিচ্ছে মহারাষ্ট্রের বিজেপির জোট সরকার। এছাড়া, হাফ ডে ছুটি ঘোষণা করেছে বিজেপি শাসিত রাজস্থান, অসম, উত্তরাখণ্ড, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গোয়া, ত্রিপুরা এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়। অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে, বিজেপির বনধু দল বলে পরিচিত, বিজু জনতা দল বা BJD শাসিত ওড়িশাও। এই প্রেক্ষাপটে, পশ্চিমবঙ্গেও ওইদিন ছুটি ঘোষণার দাবি তুলল বিজেপি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে