কলকাতা , সঞ্চয়ন মিত্র : মকর সংক্রান্তির পর আরও নামল তাপমাত্রা।মকর সংক্রান্তিতে কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছিল ১৪.১। মঙ্গলবার আরও নামল তাপমাত্রা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস , মাঘের শুরুতেই শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। মঙ্গল থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা ?



  • দক্ষিণ ২৪ পরগনা

  • পূর্ব মেদিনীপুরে

    বুধবার বৃষ্টি হতে পারে

  • কলকাতা

  • হাওড়া

  • হুগলি

  • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

  • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর 

  • নদিয়া জেলায়

    বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। সোমবার মকর সংক্রান্তির দিন পারদ সামান্য ঊর্ধ্বমুখী হয়েছিল।  শীতের এই স্পেল আরও ২৪ ঘণ্টা চলবে বলে আশা আবহাওয়া দফতরের। পাশাপাশি, পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে।  
    আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে  মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হবে। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গে মঙ্গলেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায়।

    হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে রাজ্যের বাকি জেলাগুলিতে। সকালে কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার আকাশই থাকবে।  কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। মঙ্গল থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে, কমবে উত্তরে হাওয়ার পরিমাণ। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আর পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা।

    মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। 


    কলকাতার আবহাওয়া
    কলকাতায় মঙ্গল থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে । এদিন সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ বাড়বে। শীতের প্রভাব কমবে। আগামী তিন দিনের চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে মেঘলা থাকায় দিনভর শীতের অনুভূতি বজায় থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকর থেকে এক ডিগ্রি নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে।


    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


    আরও পড়ুন: Birbhum News: কোপাই নদীর বুক কংক্রিটের পিলার, বেআইনি নির্মাণের অভিযোগে শুরু প্রতিবাদ