সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতে কোন গাড়ি সবথেকে বেশি বিক্রি হয়েছে জানেন ? বলা ভাল ভারতের বাজারে কোন গাড়ি সবথেকে বেশি কেনে মানুষ জানেন ? খুব সাধারণ গাড়ি নয়। এক্বেবারে প্রিমিয়াম SUV। মডেলের নাম টাটা নেক্সন (Tata Nexon)। ভাবতে পারছেন, টাটার এই SUV ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি। কী বলছে পরিসংখ্যান ?


গত বছর ডিসেম্বর মাসেই টাটা সংস্থা প্রায় ১৫,২৮৪টি নেক্সনের মডেল বিক্রি করেছে। সংখ্যার হিসেবেই দেশের অন্য সব গাড়ির বিক্রিকে ছাপিয়ে গেছে টাটা নেক্সন। নভেম্বর মাসেই হিসেব দেখলে দেখা যাবে, ২০২২ সালের নভেম্বর মাসের তুলনায় ২০২৩ সালে টাটা নেক্সন অতিরিক্ত ১৪,৯১৬ ইউনিট বিক্রি হয়েছে টাটা নেক্সন।


নতুন টাটা নেক্সনের (Tata Nexon) মডেল বাজারে আসার পরেই হু হু করে বেড়ে গিয়েছে বিক্রি। এর মধ্যে গাড়ির ইলেকট্রিক ভার্সনটিও রয়েছে। নতুন টাটা নেক্সনের মডেলের লুক সম্পূর্ণ আলাদা। একেবারে অন্যরকম লুকে বাজারে এসেছে নতুন টাটা নেক্সনের মডেল। টাটার অন্য গাড়ির মতই এই মডেলেও থিম ডিজাইন একই। তবে এর ইভি ভার্সনে বেশ কিছু পরিবর্তন লক্ষ করা গিয়েছে। নতুন নেক্সনে থাকছে আরও উন্নত কিছু ফিচার্স।


ফিচার্স


ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, বড় টাচস্ক্রিন, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, কানেক্টেড গাড়ির প্রযুক্তি, ভেন্টলেটেড ফ্রন্ট সিটস, এয়ার পিউরিফায়ার, ভয়েস-অ্যাসিস্টেড সানরুফ, ছয়টিরও বেশি এয়ারব্যাগ ইত্যাদি রয়েছে এই টাটা নেক্সন ইভি ভার্সনের মডেলে।


ইঞ্জিন


আপডেটেড টাটা নেক্সন (Tata Nexon) ইভিতে রয়েছে বিশালাকায় একটি টাচস্ক্রিন, এর সঙ্গে নতুন ব্যাটারি প্লাস রেঞ্জ জুড়ে গিয়েছে যা একে আরও উন্নত করে তুলেছে। স্ট্যান্ডার্ড আইসিই নেক্সনে যেখানে ১.২ লিটার টার্বো পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন থাকে, সেখানে নতুন মডেলটিতে এএমটি ও ম্যানুয়াল গিয়ার বক্সের সঙ্গে জুড়ে গিয়েছে অভিনব ডিসিটি গিয়ারবক্সও।


দাম


আইসিই নেক্সনের দাম যেখানে শুরু হচ্ছে ৮.১০ লক্ষ টাকা থেকে, সর্বোচ্চ ১৫.৫ লক্ষ পর্যন্ত- সেখানে ইভি ভার্সনের মডেলের রিটেইল দাম রয়েছে ১৪.৪ লক্ষ থেকে শুরু করে ১৯.৯ লক্ষ পর্যন্ত।


ক্রমবর্ধমান নেক্সনের এই বিক্রির হার এটাই প্রমাণ করে যে এখন গাড়িপ্রেমী ক্রেতারা পুরোপুরি SUV গাড়ি কেনার দিকেই ঝুঁকে পড়েছেন। এমনকী SUV-র বর্ধিত দামও তাদের চাহিদায় কোনও প্রভাব ফেলছে না।  


আরও পড়ুন: Kia Sonet facelift 2024: গাড়ির দুনিয়া কাঁপাবে কিয়া সনেটের ফেসলিফট মডেল, কত দামে পাবেন?


Car loan Information:

Calculate Car Loan EMI