কলকাতা: স্পেনকে হারিয়ে ঘরের মাঠে হকি বিশ্বকাপের অভিযান শুরু করল হরমনপ্রীতের ভারতীয় দল। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করলেন নির্বাচকরা। এক নজরে খেলার সব খবর।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু
স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়েই হকি বিশ্বকাপের (FIH Men's Hokey World Cup 2023) অভিযান শুরু করেছিল ভারতীয় দল (Indian Hockey Team)। প্রথম ম্যাচেই শক্তিশালী স্প্যানিশ দলকে হারিয়ে দুরন্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করলেন হরমনপ্রীতরা। ভারতের হয়ে অমিত রোহিদাস ও হার্দিক প্রথম দুই কোয়ার্টারে দুইটি গোল করেন। এই দুই গোলের সুবাদেই জয় পেল ভারত। ম্যাচের শেষ কোয়ার্টারে অভিষেক ১০ মিনিটের জন্য হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান বটে। তবে তা সত্ত্বেও স্পেন লাভের লাভ কিছুই করতে পারেনি। ভারতের জমাটি রক্ষণ ও গোলকিপার হিসাবে পাঠক বেশ নজর কেড়েছেন।
ভারতের স্কোয়াডে বাংলার তিন
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে, টি-টোয়েন্টি সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা (Team India) করা হল। ওয়ান ডে দলের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। দলে বাংলা থেকে সুযোগ পেয়েছেন শাহবাজ আমেদ ও মহম্মদ শামি।
রঞ্জি ট্রফিতে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন পৃথ্বী শ। বাংলার পেসার মুকেশ কুমার দলে রয়েছেন। তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ড্যকে।
পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের দলও বেছে নিয়েছেন নির্বাচকেরা। অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে ছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তিনি টেস্টের দলে রয়েছেন।
ইস্টবেঙ্গলের হার
ফের এগিয়ে গিয়েও হারতে হল ইস্টবেঙ্গল এফসি-কে (East Bengal FC)। এ বার তারা হারল জামশেদপুর এফসি-র কাছে (Jamshedpur FC)। গত দশটি ম্যাচে যারা জয়ের মুখ দেখতে পায়নি, তারা যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলকে হারিয়ে অবশেষে জয়ে ফিরল। শুক্রবার ২-১-এ জিতে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ের মধ্যে থেকে লিগ শেষ করার স্বপ্ন কার্যত ভেঙে চুরমার করে দিল তাদের প্রতিবেশী রাজ্যের দল।
এ দিন ১২ মিনিটের মাথায় ব্রাজিলীয় ফরোয়ার্ড ক্লেটন সিলভার গোলে এগিয়ে যায় লাল-হলুদ বাহিনী। এই নিয়ে লিগে নবম গোল করলেন ক্লেটন। কিন্তু এই গোলের সুফল পাননি ট্র্যাজিক হিরো ক্লেটন। দ্বিতীয়ার্ধে অস্ট্রেলীয় ফরওয়ার্ড হ্যারি সয়্যার ও বঙ্গ ফরোয়ার্ড ঋত্বিক দাসের গোলে লিগের দ্বিতীয় জয় ছিনিয়ে নেয় জামশেদপুর এফসি। জেতার জায়গায় থেকেও পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল এফসি।
পৌলমীর সুযোগ
তিনি ভাইরাল হওয়ার পর থেকেই এবিপি লাইভ বারবার তাঁর ওঠাপড়ার গল্প সবার আগে নিয়ে জানিয়েছে পাঠকদের। দেখিয়েছে একজন প্রতিভাবান ফুটবলারের কষ্টের কাহিনি। পৌলমীর কথা শুনেই তাঁকে ডেকে পাঠিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গতকাল দেখাও করেছিলেন তাঁর সঙ্গে। শুক্রবার আইএফএ অফিসে গিয়ে পৌলমী দেখা করলেন আইএফএ সচিব অনির্বাণ দত্তর সঙ্গে। কী কথা হল?
পৌলমীকে নিজেই ডেকে পাঠিয়েছিলেন আইএফএ সচিব। প্রথম থেকেই বেহালার তরুণীর আর্জি ছিল যাতে একটা চাকরির বন্দোবস্ত হয়ে যায়। এদিন যাবতীয় কাগজপত্র দেখে আইএফএ-র তরফে পৌলমীকে প্রস্তাব দেওয়া হয় বারাসাতের আদিত্য স্কুল অফ স্পোর্টস ও তাদের যে রেনবো ক্লাব সেখানে খেলার সু্যোগ দেওয়া হবে, আর কোচিংয়েরও। তবে সেক্ষেত্রে বাড়ি ছেড়ে সেখানেই থাকতে হবে পৌলমীকে। অন্যদিকে মহমেডান ক্লাবে তরফেও পৌলমীকে কোচিং স্টাফ হিসেবে কাজ করার (৯-১৯ বছর বয়সী ছোটদের যে দল রয়েছে) প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দুটো ক্ষেত্রেই আপাতত নিজের সিদ্ধান্তের কথা জানায়নি পৌলমী। তিনি সময় চেয়েছেন। তবে সূত্রের খবর পৌলমী আইএফএ ও মহমেডান ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন তাঁর যদি একটা সরকারি চাকরির বন্দোবস্ত হয়, তাহলে খুব ভাল হয়। এই বিষয় অবশ্য আইএফএ সচিব এবিপি লাইভকে জানিয়েছেন, সরকারি চাকরি আইএফএ-র তরফে ওভাবে কখনোই দেওয়া সম্ভব নয়।
দ্রাবিড়কে ঘিরে অনিশ্চয়তা
ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারত। তবে রোহিত শর্মাদের সাফল্যের পরের ২৪ ঘণ্টা সবচেয়ে বেশি করে চর্চা চলল যাঁকে নিয়ে, তিনি ম্যাচের সেরা কুলদীপ যাদব বা চাপের মুখে দুরন্ত ইনিংস খেলা কে এল রাহুল নন। তিনি রাহুল দ্রাবিড়। ভারতের হেডকোচ। যিনি দলের সঙ্গে তিরুঅনন্তপুরম যাননি। বরং শুক্রবার ভোররাতের বিমান ধরে ফিরে গিয়েছেন বেঙ্গালুরুতে। নিজের বাড়িতে।
তিরুঅনন্তপুরমে রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তিন ম্য়াচের সিরিজ ২-০ এগিয়ে রয়েছে ভারত। তৃতীয় ম্যাচ কার্যত নিয়মরক্ষার। যে ম্যাচে দ্রাবিড় না-ও থাকতে পারেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, দ্রাবিড় তিরুঅনন্তপুরমে যাবেন না। তাঁর পরিবর্তে জাতীয় দলের কোচ হিসাবে থাকবেন ভি ভি এস লক্ষ্মণ। যিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান।
আরও পড়ুন: পাকিস্তান দলের অধিনায়ক পদ থেকে অপসারিত হচ্ছেন বাবর?