সঞ্চয়ন মিত্র, কলকাতা :  রাজ্য ( West Bengal Weather ) জুড়ে কুয়াশা। সকালে আংশিক মেঘলা আকাশ হলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে।  আগামী চার পাঁচ দিন রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ থেকে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার আবহাওয়া 
কলকাতায় সকালে কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পরিস্কার আকাশের সম্ভাবনা। রাতে-সকালে মনোরম আবহাওয়া। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে রাতের তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।                              

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা। গতকাল এই তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম তাপমাত্রা ।

source : https://city.imd.gov.in/citywx/city_weather.php?id=42807

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
20-Feb 22.0 30.0
Fog/mist in the morning and partly cloudy sky later
21-Feb 23.0 31.0
Fog/mist in the morning and partly cloudy sky later
22-Feb 24.0 32.0
Mainly Clear sky
23-Feb 24.0 33.0
Mainly Clear sky
24-Feb 23.0 33.0
Partly cloudy sky
25-Feb 23.0 34.0
Mainly Clear sky
26-Feb 23.0 34.0

Mainly Clear sky

 

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

দক্ষিণবঙ্গের ( South Bengal )উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে সকালে আংশিক মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বাংলাদেশ ও উত্তরবঙ্গ সংলগ্ন নদিয়া ও মুর্শিদাবাদেও কুয়াশা থাকবে সকাল- সকাল। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে সকালের দিকে। বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাবে আকাশ। মঙ্গলবার থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে বঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা আগামী দু-তিন দিনে সামান্য বাড়বে।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা 

উত্তরবঙ্গে  ( North Bengal ) দার্জিলিং এবং কালিম্পং-এ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে আগামী ৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ থাকবে।