সঞ্চয়ন মিত্র, কলকাতা : গত সপ্তাহে পরপর কয়েকদিন তাপমাত্রা ছিল নিম্নমুখী। ১৩ ডিগ্রি অবধি নেমে গিয়েছিল কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় রীতিমতো হাড় কাঁপাচ্ছিল শীত। কিন্তু গত তিনদিনে কলকাতা ও বিভিন্ন জেলায় একটু একটু করে চড়েছে পারদ।

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে গত দিনে ২ ডিগ্রি চড়েছে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস,  যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ১৫.৯। বছর শেষে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি দেখা দিয়েছে। পুবালি হাওয়ার দাপটে পিছু হঠতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আর তার জেরে তার জেরে গায়েব হতে পারে শীতের আমেজ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  বড়দিন এবার উষ্ণ হতে পারে । ২৪ ডিসেম্বরের রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সান্তার অপেক্ষা নয়, বরং হালকা গরম-পোশাক পরেই শহরের রাস্তায় বড়দিন পালন করা যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  সব মিলিয়ে শীতের লম্বা স্পেল আপাতত শেষের পথে।

আরও পড়ুন: প্রতিদিন হোটেল ভাড়া ৭০ হাজার টাকা, অযোধ্যার হোটেল এখন তাজ-ওবেরয়ের চেয়েও বেশি দামি

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বেশি কুয়াশার সম্ভাবনা আছে কোচবিহারে।  

মৌসম ভবনের দেওয়া তথ্য বলছে  (mausam.imd.gov.in)                

 

Station Max Temp (oC) Dep. from Normal Min Dep. from Normal RH at 0830IST RH at 1730IST Rainfall (mm)
আসানসোল 26.4 (22/12) 2 NA -- -- 61 (22/12) NA
অশোকনগর 25.4 (22/12) -- NA -- -- -- NA
বহরমপুর  25.2 (22/12) -1 NA -- -- 79 (22/12) NA
বাঁকুড়া  25.7 (22/12) 0 NA -- -- 71 (22/12) NA
বিষ্ণুপুর  25.7 (22/12) 0 NA -- -- 71 (22/12) NA
বর্ধমান  26.8 (22/12) 1 NA -- -- 76 (22/12) NA
কোচবিহার  27.4 (22/12) 2 NA -- -- 72 (22/12) NA
দার্জিলিং 14.8 (22/12) 2 NA -- -- 72 (22/12) NA
ডায়মন্ড হারবার  26.9 (22/12) 1 NA -- -- 74 (22/12) NA
দিঘা  26.9 (22/12) 1 NA -- -- 69 (22/12) NA
জয়লাইগুড়ি  28.9 (22/12) 3 NA -- -- 62 (22/12) NA
কালিম্পং 16.5 (22/12) 0 NA -- -- 59 (22/12) NA
কলকাতা - আলিপুর  25.1 (22/12) -1 NA -- -- 73 (22/12) NA
কলকাতা - দমদম  26.5 (22/12) 1 16.5 -- 87 61 (22/12) NIL
কলকাতা - হাওড়া  24.5 (22/12) -1 NA -- -- 75 (22/12) NA
কলকাতা - সল্টলেক 26.8 (22/12) -- NA -- -- 69 (22/12) NA
কৃষ্ণনগর  25.2 (22/12) 0 NA -- -- 58 (22/12) NA
মালদা  25.5 (22/12) 1 NA -- -- 69 (22/12) NA
মেদিনীপুর 25.5 (22/12) 1 NA -- -- 67 (22/12) NA
মুর্শিদাবাদ 26.8 (22/12) -- NA -- -- -- NA
পুরুলিয়া  25.3 (22/12) -1 NA -- -- 59 (22/12) NA
রতুয়া  23.9 (22/12) -- NA -- -- 79 (22/12) NA
শান্তিনিকেতন বেলপুর  25.6 (22/12) -- NA -- -- 75 (22/12) NA
শিলিগুড়ি  29.2 (22/12) -- NA -- -- 67 (22/12) NA
শান্তিনিকেতন শ্রীনিকেতন  26.0 (22/12) 1 NA -- -- 71 (22/12) NA
সুন্দরবন  26.0 (22/12) 0 NA -- -- 79 (22/12) NA

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y