সঞ্চয়ন মিত্র, কলকাতা : শনিবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। কিন্তু তার প্রভাবে শুক্রবার কোনও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বরং শুক্র থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশ কমই দক্ষিণবঙ্গে। ফলে এই কদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে তাপমাত্রা যেটুকু কমেছিল, তা আবার তিন থেকে পাঁচ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।
কোথায় কোথায় বৃষ্টি
হাওয়া-অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে উপকূলের জেলা ছাড়া বাকি কোথাও বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই থাকবে না। বরং তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বুধবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে উঠতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ
শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গুমোট হবে আবহাওয়া। গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে। বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সামান্য সম্ভবনা। শনিবার থেকে সেটুকু বৃষ্টির সম্ভবনাও কমবে।
শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস নিচে। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি নিচে।
মোকা এখন কোথায়
শনিবার ৬ই মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার ৭ই মে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ আরও ঘনীভূত হবে সোমবার ৮ই মে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে তা মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। মঙ্গলবার ৯ই মে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর এর গতিমুখ থাকবে উত্তর দিকে। ভারতের মৌসম ভবন এর উপর নজর রাখলেও এখনো তার গতিপথ এখনই বাতলাতে নারাজ। নজর রাখা হচ্ছে পরিস্থিতির উপর । ঠিক সময়ে ঝড়ের গতিপথ জানানো হবে।
এক নজরে কলকাতার তাপমাত্রা
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
05-May | 26.0 | 32.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
06-May | 27.0 | 34.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | |
07-May | 27.0 | 35.0 | Mainly Clear sky | |
08-May | 28.0 | 36.0 | Mainly Clear sky | |
09-May | 28.0 | 37.0 | Mainly Clear sky | |
10-May | 28.0 | 37.0 | Mainly Clear sky | |
11-May | 27.0 | 37.0 | Partly cloudy sky |